বাড়ছে উদ্বেগ, করোনার নতুন ভেরিয়েন্টের খোঁজ ইজরায়েলে

বেড়েই চলেছে উদ্বেগ, করোনার ফের এক নতুন ভেরিয়েন্টের খোঁজ মিলল। এই নতুন ভেরিয়েন্টটির খোঁজ মিলেছে ইজরায়েলে (Israel)। এ বিষয়ে দেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দু’জন পর্যটক ইজরায়েল…

বেড়েই চলেছে উদ্বেগ, করোনার ফের এক নতুন ভেরিয়েন্টের খোঁজ মিলল। এই নতুন ভেরিয়েন্টটির খোঁজ মিলেছে ইজরায়েলে (Israel)। এ বিষয়ে দেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দু’জন পর্যটক ইজরায়েল ঘুরতে এসেছিলেন। তাঁদের নমুনা পরীক্ষায় নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রকের ডিরেকটর জেনারেল নচম্যান অ্যাশে জানান, এই নতুন প্রজাতির উৎপত্তি ইজরায়েলে হতে পারে। বিমান ধরে ফেরার আগে সম্ভবত তাঁরা সংক্রামিত হয়েছেন।

সূত্র মারফত খবর, ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে তাঁদের সনাক্ত করা হয়েছে। যদিও এই নতুন প্রজাতির খবর এখনও নিশ্চিত করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্র মারফত খবর, ওমিক্রনের দু’টি সাব-ভ্যারিয়েন্ট মিশে সৃষ্টি হয়েছে এই নতুন প্রজাতিটির। BA.1 আর BA.2 উপপ্রজাতির মিশ্রণ ঘটেছে।

কম জ্বর, পেশীতে ব্যথা এবং মাথা ব্যাথা নতুন কোভিড ভ্যারিয়েন্টের অন্যান্য হালকা উপসর্গগুলির মধ্যে রয়েছে। এই ভ্যারিয়েন্টের কারণে সৃষ্ট অসুস্থতার জন্য বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় না বলে খবর। যদিও স্বস্তির খবর শুনিয়েছেন ইসরায়েলের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁরা ইঙ্গিত দিয়েছেন যে নতুন ভ্যারিয়েন্টটি দেশে নতুন করে সংক্রমণের কারণ হতে পারে না বলে আশা করা হচ্ছে।