Myanmar: ময়ানমারে ভয়াবহ পরিস্থিতি, থানায় ঢুকে ১৯ পুলিশকর্মী খুন

মায়ানমারে (Myanmar) সামরিক সরকার ও বিদ্রোহীদের মধ্যে চলতে থাকা সংঘর্ষে এবার পুলিশ গণহত্যা! থানায় ঢুকে কমপক্ষে ১৯ জন পুলিশকর্মীকে গুলি করে মারা হয়েছে। অভিযোগ এই…

myanmar 2

মায়ানমারে (Myanmar) সামরিক সরকার ও বিদ্রোহীদের মধ্যে চলতে থাকা সংঘর্ষে এবার পুলিশ গণহত্যা! থানায় ঢুকে কমপক্ষে ১৯ জন পুলিশকর্মীকে গুলি করে মারা হয়েছে। অভিযোগ এই হামলায় জড়িত বিদ্রোহী (Arakan Army) আরাকান আর্মি।

myanmar-army

বিবিসির খবর, মায়ানমারে গত বছর সেনা অভ্যুত্থানে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। দেশটির তৎকালীন সর্বময় নেত্রী সু কি সহ সরকারের সবাই সেনার হাতে বন্দি। রক্তপাতহীন অভ্যুত্থান হলেও সামরিক সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের যুদ্ধে রক্তাক্ত মায়ানমার। বর্মী সেনার বিরুদ্ধে গণহত্যা একের পর এক প্রমাণে বিশ্ব শিহরিত। এবার উল্টো ঘটনা। রাখাইন প্রদেশে (পূর্বতন আরাকান ) থানায় হামলা চালিয়ে ১৯ পুলিশরক্ষীকে খুন করা হয়েছে।

এশিয়া নিউজ নেটওয়ার্ক জানাচ্ছে, মায়ানমারের রাখাইন প্রদেশে সামরিক সরকারের বিরোধী আরাকান আর্মির সঙ্গে চলছে বর্মী সেনার তীব্র সংঘর্ষ। মংডুর একটি পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে বিদ্রোহীরা। এই এলাকাটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীমান্তবর্তী।

মায়ানমারের ইরাবতী নিউজ ও রয়টার্সের খবর, ওই পুলিশ ফাঁড়িতে হামলা চালায় আরাকান আর্মি। ফাঁড়ি দখলে নিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম লুঠ করে। তাদের হামলায় পুলিশ কর্মীরা মৃত।

মংডুর এই ঘটনার পর থেকে মায়ানমারের সামরিক সরকার ক্ষিপ্ত। শুরু হয়েছে অভিযান। মায়ানমার-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় দুপক্ষের তীব্র সংঘর্ষ চলছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানাচ্ছে, চট্টগ্রাম বিভাগের বান্দারবানের ঘুমধুম সীমান্তের দুর্গম এলাকায় থাকা বাংলাদেশের জমিতে পড়ছে বর্মী সেনার মর্টার শেল। ছুটে আসছে গুলি। গ্রামবাসীরা আতঙ্কিত। বারবার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করে ঢুকছে মায়ানমারের বিমান ও কপ্টার। বোমাবর্ষণ করা হচ্ছে।

 

myanmar-military

উত্তপ্ত সীমাম্ত নিয়ে উদ্বেগে ঢাকা। বারবার সতর্ক করা হচ্ছে প্রতিবেশি দেশকে। সীমান্তে পজিশন নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।