Massive Wildfires: দাবানলে পুড়ছে কানাডা, আগুনের গ্রাসে ৪৩ হাজার হেক্টর জমি

বন্যা, দাবানলে (Massive Wildfires) জর্জরিত কানাডাবাসী। কানাডার আলবার্টা প্রশাসনের তরফে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে। দাবানল থেকে বাঁচতে ১০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে।

Canada Engulfed in Massive Wildfires: 43,000 Hectares of Land Devoured by Flames

বন্যা, দাবানলে (Massive Wildfires) জর্জরিত কানাডাবাসী। কানাডার আলবার্টা প্রশাসনের তরফে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে। দাবানল থেকে বাঁচতে ১০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুষ্ক আবহাওয়ার কারণে বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। বর্তমানে গোটা দেশজুড়ে ১১০টি জায়গায় দাবানল হচ্ছে। এরমধ্যে ৩৬টি দাবানলই নিয়ন্ত্রণের বাইরে। এখনও অবধি ২৪ হাজারেরও বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মোট ৪৩ হাজার হেক্টর জমি পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

কানাডার শাসক দল ইউনাইটেড কনজারভেটিভ পার্টির প্রধান ড্যানিয়েল স্মিথ জানান, আলবার্টায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দমকলকর্মীদের জন্যও আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে উঠছে। ঝোড়ো শুষ্ক হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ছে। অতিরিক্ত দমকল বাহিনী আনানো হয়েছে।

দাবানলের কারণ হিসাবে বলা হচ্ছে, বিগত বেশ কয়েক বছর ধরেই কানাডায় তাপমাত্রা বাড়ছে জলবায়ু পরিবর্তনের কারণে। বসন্তকালেও আবহাওয়া অত্যন্ত শুষ্ক থাকছে, ফলে সামান্য আগুনও দাবানলে পরিণত হচ্ছে।

দাবানলের জেরে যাতে বড় দুর্ঘটনা না ঘটে, তার জন্য সুরক্ষিতভাবে গোটা এলাকা ফাঁকা করা হচ্ছে। পেমবিনা পাইপলাইন কর্পের তরফেও শুক্রবার থেকে ইমার্জেন্সি জারি করা হয়েছে।