Colombia: প্রাণঘাতী হামলায় নিহত একাধিক পুলিশ কর্মী

ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কলম্বিয়া (Colombia)। জানা গিয়েছে, শুক্রবার কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে এক বিস্ফোরক হামলায় ৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ বিষয়ে গুটাভো পেট্রো বলেন,…

ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কলম্বিয়া (Colombia)। জানা গিয়েছে, শুক্রবার কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে এক বিস্ফোরক হামলায় ৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

এ বিষয়ে গুটাভো পেট্রো বলেন, ‘দেশটির প্রায় ৬০ বছরের সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর ওপর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। তাঁর গাড়িতে বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়।’

প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন, ‘আমি এই হামলার তীব্র নিন্দা জানাই। হামলায় ৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন। মৃতদের পরিবারের প্রতি আমার পূর্ণ সহানুভূতি রয়েছে। এই কাজগুলি সম্পূর্ণ শান্তির জন্য একটি সম্পূর্ণ বাধা। আমি কর্তৃপক্ষকে তদন্তের জন্য ওই এলাকায় যেতে বলেছি।’

এম-১৯ বিদ্রোহী আন্দোলনের প্রাক্তন সদস্য পেট্রো ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) বিদ্রোহীদের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করে ‘সম্পূর্ণ শান্তি’ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন। এ জন্য কলম্বিয়ার সাবেক বিপ্লবী সশস্ত্র বাহিনী (ফার্ক) যোদ্ধাদের জন্য ২০১৬ সালের শান্তি চুক্তি বাস্তবায়ন করা হয়েছে। যাতে কম শাস্তির বিনিময়ে অপরাধ চক্রের আত্মসমর্পণ নিয়ে দর কষাকষি করা যায়।