Bangladesh: জাতীয় ধ্বনি ‘জয় বাংলা’ করল বাংলাদেশ, মমতাকে ভাবতে হবে এবার

যা ছিল আওয়ামী লীগের রাজনৈতিক স্নোগান তাই হয়ে গেল জাতীয় ধ্বনি। ‘জয় বাংলা’ ধ্বনিকে জাতীয় স্লোগানের জন্য বিজ্ঞপ্তি জারি করল বাংলাদেশ (Bangladesh) সরকার। খাতায় কলমে…

যা ছিল আওয়ামী লীগের রাজনৈতিক স্নোগান তাই হয়ে গেল জাতীয় ধ্বনি। ‘জয় বাংলা’ ধ্বনিকে জাতীয় স্লোগানের জন্য বিজ্ঞপ্তি জারি করল বাংলাদেশ (Bangladesh) সরকার। খাতায় কলমে এটিই এখন দেশটির জাতীয় ধ্বনি।

এখান থেকেই উঠছে প্রশ্ন, বাংলাদেশের প্রতিবেশি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে এবার ‘জয় বাংলা’ ব্যবহার কতটা যুক্তিগ্রাহ্য। রাজনৈতিক মহলে চলছে এমন বিশ্লেষণ। তৃণমূল কংগ্রেস এই ধ্বনিকে বিভিন্ন রাজনৈতিক সমাবেশ ও প্রচারে ব্যবহার করে থাকে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বুধবার ঢাকায় বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জয় বাংলা কে সে দেশের জাতীয় ধ্বনি হিসেবে চিহ্নিত করে বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। সাংবিধানিক পদাধিকারীরা, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা/কর্মচারীরা সব জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন। সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ সমাপ্তির পর এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষকরা ও ছাত্র-ছাত্রীরা ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

২০১৭ সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে আবেদন করেছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কারণ দর্শানোর নোটিশ জারি করে। ২০২০ সালে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে হাইকোর্ট রায় দেয়।