Ukraine Crisis: ইউক্রেনে রুশ সেনা ঢুকছে, রাষ্ট্রসংঘে শান্তির বার্তা ভারতের

ইউক্রেনের দুটি অঞ্চলে দোনেস্ক এবং লুগানস্ককে স্বাধীন ঘোষণা করেছে রাশিয়া। ঢুকছে রুশ সেনা। ভেঙে গেছে ইউক্রেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের পাল্লা কোনদিকে ভারি তা জানিয়ে…

india flag

ইউক্রেনের দুটি অঞ্চলে দোনেস্ক এবং লুগানস্ককে স্বাধীন ঘোষণা করেছে রাশিয়া। ঢুকছে রুশ সেনা। ভেঙে গেছে ইউক্রেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের পাল্লা কোনদিকে ভারি তা জানিয়ে দিলেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত। তিরুমূর্তি এদিন জানান, সব দিক থেকে সংযম রাখার পক্ষে ভারত। ইউক্রেন সমস্যা কেবল কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা যেতে পারে। ইউক্রেন-রাশিয়া সীমান্তে উত্তেজনা বৃদ্ধি গভীর উদ্বেগের বিষয় বলেও জানান তিনি। বলেন, এর ফলে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ভারত সামরিক বৃদ্ধির পক্ষে নয়। সব পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে ভারত।আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য সব পক্ষকে নজর দিতে বলেছেন তিরুমর্তি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তিরুমূর্তি আরও বলেন ২০ হাজারেরও বেশি ভারতীয় ইউক্রেনের বিভিন্ন অংশে বাস করে এবং পড়াশোনা করে। এই ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ভারত সরকারের কাছে অগ্রাধিকার পাবে।

কিছুদিন আগে আমেরিকা ও রাশিয়া, দুই বন্ধু দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের অবস্থান স্পষ্ট করে নয়াদিল্লি। ইউক্রেন সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনাই যে সবচেয়ে ভালো রাস্তা, তা এদিন জানিয়ে দেওয়া হয়।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারত বলে “শান্ত ও গঠনমূলক কূটনীতি” প্রয়োজন। উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো পদক্ষেপ এড়ানো উচিত বলেও মন্তব্য করে ভারত। এরপরই রাশিয়ার দূতাবাসের তরফে টুইট করে জানানো হয়েছে, ভারতের ভারসাম্যপূর্ণ, নীতিগত এবং স্বাধীন মন্তব্যকে তারা স্বাগত জানায়। পাশাপাশি অবিলম্বে উত্তেজনা কমানোর দিকে জোর দেওয়া হয়।