হাফিজ সইদের ছেলেকে ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ বলে চিহ্নিত করল ভারত

পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদকে ৩১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। এই রায় দেবার ২৪ ঘণ্টা পর শনিবার হাফিজের ছেলে তালহা সইদকে ‘স্বতন্ত্র…

পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদকে ৩১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। এই রায় দেবার ২৪ ঘণ্টা পর শনিবার হাফিজের ছেলে তালহা সইদকে ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ বলে চিহ্নিত করল ভারত।

স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে তালহাকে ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ বলে ঘোষণা করেছে। এই নিয়ে ভারত ৩২ জন কে এমন চিহ্নিত করল। এর আগে মাসুদ আজহার, দাউদ ইব্রাহিম, হাফিজ সইদের মত বহু কুখ্যাত সন্ত্রাসবাদীকে এই তকমা দিয়েছে ভারত। স্বতন্ত্র সন্ত্রাসবাদীর এই তালিকার সর্বশেষ সংযোজন হাফিজের ছেলে তালহা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

জানা গিয়েছে হাফিজের ছেলে তালহা লাহোরের বাসিন্দা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালহা লস্কর-ই-তইবার সক্রিয় সদস্য। সংগঠনের সদস্য সংগ্রহ থেকে শুরু করে নাশকতা চালানোর পরিকল্পনা সব কাজই সে করে থাকে। এমনকী, পথে নেমে নাশকতা চালাতেও সে যথেষ্ট দক্ষ। তালহা মূলত ভারত ও আফগানিস্তানে ভারতের তৈরি বিভিন্ন পরিকাঠামোর উপর হামলা চালানোর পরিকল্পনাতেই বিশেষভাবে যুক্ত। একইসঙ্গে সংগঠন চালানোর জন্য অর্থ সংগ্রহের কাজও করত তালহা। লস্করের বিভিন্ন শিবিরে গিয়ে সে জঙ্গিদের নিয়োগ করত। ভারত ছাড়াও আমেরিকা, ইজরায়েল এবং ইউরোপের বেশ কিছু দেশের বিরুদ্ধে সক্রিয় ছিল তালহা।

শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রক ইউএপিএ আইনে তালহাকে স্বতন্ত্র সন্ত্রাসবাদী বলে ঘোষণা করল। উল্লেখ্য, মুম্বাই হামলার মূল চক্রী হাফিজকে শুক্রবারই ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে হাফিজকে ৩ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালতের বিচারক। তবে আদালত সাজা দিলেও হাফিজ বর্তমানে পাকিস্তানে প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। রাষ্ট্রসংঘ আগেই হাফিজকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছে।