Bangladesh: বাংলাদেশের সীমান্তে তীব্র গুলি লড়াই, সেনা কপ্টার ফেলছে বোমা

ভয়াল পরিস্থিতি। যে কোনও মুহূর্তে গুলি লেগে মৃত্যু হতে পারে। বাংলাদেশের (Bangladesh) সীমান্তে যুদ্ধ যুদ্ধ হাওয়া। মর্টার শেল ছিটকে পড়েছে গ্রামের ভিতর। সেটি বিস্ফোরিত হয়নি…

ভয়াল পরিস্থিতি। যে কোনও মুহূর্তে গুলি লেগে মৃত্যু হতে পারে। বাংলাদেশের (Bangladesh) সীমান্তে যুদ্ধ যুদ্ধ হাওয়া। মর্টার শেল ছিটকে পড়েছে গ্রামের ভিতর। সেটি বিস্ফোরিত হয়নি বলেই জানাচ্ছেন এলাকাবাসী। দু দশ কদম দূরে পার্বত্য চট্টগ্রাম (Chittagong) সীমান্তের ওপারে (Myanmar) মায়ানমার। সে দেশ থেকে অনবরত গুলি ছুটে আসছে বাংলাদেশের ভিতরে।

বিবিসির খবর, বাংলাদেশ ও মায়ানমারে সীমান্ত এলাকায় প্রবল সংঘর্ষ চলছে বর্মী সেনা ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে। দুপক্ষের হতাহতের সংখ্যা সঠিক জানা যায়নি। এই সংঘর্ষের জেরে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় তীব্র আতঙ্ক।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এদিকে গরম সীমান্ত পরিস্থিতি নিয়ে ঢাকা উদ্বেগে। প্রতিবেশি দেশটিকে বারবার সতর্ক করা হচ্ছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও রয়টার্সের খবর, মায়ানমারের লাগোয়া পার্বত্য চট্টগ্রামের ঘুমধুম সীমান্ত এলাকা থেকে মায়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের আঁচ টের পাওয়া যাচ্ছে। বারবার বর্মী সেনার কপ্টার আন্তর্জাতিক আকাশ সীমান্তরেখা লঙ্ঘন করে বাংলাদেশের ভিতর পাক খাচ্ছে।

আল জাজিরার খবর, গত বছর বর্মী সেনা অভ্যুত্থান ঘটিয়ে মায়ানমারের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। বন্দি করা হয় দেশটির ততকালীন সর্বময় নেত্রী আউং সান সু কি সহ সরকারের সবাইকে। রক্তপাতহীন অভ্যুত্থানে সেনা সরকার নতুন করে ক্ষমতা দখল করে। তবে গণতন্ত্রের দাবিতে বর্মী জনতার বিক্ষোভ ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংগে সংঘর্ষে রক্তাক্ত মায়ানমার। বর্মী সেনার বিরুদ্ধে পরপর গণহত্যার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশ লাগোয়া মায়ানমারের অংশে সেনা সরকার বিরোধী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ তীব্র।

শনিবার সকাল থেকে বাংলাদেশের নাইখ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় গুলি গোলার শব্দ অহরহ শোনা যায়। এলাকাবাসীর অভিযোগ শনিবার সকালে দুটি বর্মী সেনা কপ্টার থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভিতর গুলিবর্ষণ করেছে। ৮ থেকে ১০টি বোমা ফেলা হয়। পার্বত্য চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক। সীমান্তে বিজিবি নিয়েছে পজিশন।