Shinzo Abe: গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে ‘মৃত’

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe) ‘মৃত’। এমনই সংবাদ দিচ্ছে দেশটির সরকারি সংবাদ সংস্থা NHK World, তাদের দাবি এলডিপি দলের এক বিশেষ সূত্র আবের…

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe) ‘মৃত’। এমনই সংবাদ দিচ্ছে দেশটির সরকারি সংবাদ সংস্থা NHK World, তাদের দাবি এলডিপি দলের এক বিশেষ সূত্র আবের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে। এলডিপি দলের শীর্ষ নেতা ছিলেন শিনজো আবে।

আল জাজিরা ও বিবিসি জানাচ্ছে, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী আবেকে লক্ষ্য করে পেছন থেকে দু’বার গুলি চালিয়েছিল হামলাকারী। তার বুকের বাম পাশে ও ঘাড়ে গুলি লাগে। জাপানের নারা শহরে তাঁর ওপর হামলা চালানো হয়৷ গুলির আঘাত লাগার পরেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সন্দেহজনক একজনকে গ্রেফতার করা হয়েছে। সে প্রাক্তন সেনাকর্মী।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

দীর্ঘি সময় ধরে জাপানের প্রধানমন্ত্রী পদে ছিলেন শিঞ্জো আবে। দুই বছর আগে শারিরীক অক্ষমতার কারণে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি।

শুক্রবার পশ্চিম জাপানের নারা শহরে ভাষণ দিচ্ছিলেন তিনি। সেইসময়েই তাঁর ওপর হামলা চালানো হয়৷ একটি গুলির শব্দ পাওয়ার পরেই মাটিতে লুটিয়ে পড়ে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ৷