আসছে শীত, ইউরোপকে ঠান্ডায় জমিয়ে দেব: পুতিন

মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে সরাসরি জ্বালানি সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দিলেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin)। পুতিন বলেছেন, যদি রাশিয়ার গ্যাস ও…

মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে সরাসরি জ্বালানি সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দিলেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin)। পুতিন বলেছেন, যদি রাশিয়ার গ্যাস ও তেলের মূল্য নির্ধারণ করে দেওয়া হয় তাহলে ইউরোপে গ্যাস তেল রফতানি বন্ধ করে দেওয়া হবে। 

ইউক্রেনের উপর রুশ হামলার প্রেক্ষিতে গত সপ্তাহে জি-৭ জোট রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিতে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছায়। এবার রুশ প্রেসিডেন্ট ঠাণ্ডায় জমিয়ে দেওয়ার হুমকি দিলেন।

রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়ার জনপ্রিয় রুপকথার মতো আমরা নেকড়ের লেজকে ঠাণ্ডায় জমিয়ে দেওয়ার শাস্তি দেব। 

ইউক্রেনের উপর রাশিয়ার হামলার প্রেক্ষিতে ইউরোপীয় দেশগুলি রাশিয়ার বিরুদ্ধাচারণ করছে। আন্তর্জাতিক মহলে চাপে পড়ছে রাশিয়া। এর মাঝে রাশিয়ার জ্বালানি তেল ও গ্যাসের দাম নির্ধারণ করার হুমকির প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারিতে বিশ্ব জুড়ে শোরগোল।

বিবিসির খবর, নেকড়ের লেজ বলে তিনি জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ বন্ধ করে শীতে প্রবল কষ্টের মধ্যে ফেলার হুঁশিয়ারি দেন পুতিন। রাশিয়া বিশ্বের অন্যতম জ্বালানি তেল ও গ্যাস সরবরাহকারী দেশ। ফলে পুতিনের হুঁশিয়ারিতে ইউরোপে আতঙ্ক। শীতে জমে যায় ই়উরোপ। জ্বালানি সংকটে ভয়াবহ পরিস্থিতি হবে বলে আশঙ্কা বাড়ছে।

আল জাজিরার খবর, রাশিয়ার জ্বালানির মূল্য নির্ধারণ করে দেওয়ার চিন্তা ভাবনা ‘স্টুপিড’ এর মতো কাজ হবে বলেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এর ফলে তেল গ্যাসের দাম আরও বেড়ে যাবে। 

রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু যায় আমরা কোনও কিছু সরবরাহ করব না। আমরা গ্যাস, তেল, কয়েল, হিটিং তেল কিছু দেব না।