ইউক্রেন সমস্যার জেরে ধস শেয়ারবাজারে

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রভাব পড়ল আন্তর্জাতিক শেয়ারবাজারে। ভারতের শেয়ারবাজারকেও এদিন ধাক্কা দিয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উদ্ভূত সমস্যা। সোমবারের পর মঙ্গলবার বাজার খুলতেই শেয়ার বাজারের…

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রভাব পড়ল আন্তর্জাতিক শেয়ারবাজারে। ভারতের শেয়ারবাজারকেও এদিন ধাক্কা দিয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উদ্ভূত সমস্যা। সোমবারের পর মঙ্গলবার বাজার খুলতেই শেয়ার বাজারের পতন শুরু হয়। মঙ্গলবার বোম্বে স্টক এক্সচেঞ্জ শেয়ার সূচক বিএসই সেনসেক্স ৩৮২.৯১ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ পড়ে যায়। বাজার বন্ধের সময় এদিন  সেনসেক্স ৫৭৩০০.৬৮ পয়েন্টে থিতু হয়।

একই সঙ্গে দেশের জাতীয় শেয়ারবাজার নিফটিতেও এদিন ধস নামে। দিনের শেষে নিফটির সূচক ১১৪.৪৫ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ পড়ে যায়। বাজার বন্ধের সময় নিফটি ১৭০৯২.২০ পয়েন্টে থামে। এদিন বোম্বে স্টক এক্সচেঞ্জের যে সমস্ত সংস্থার শেয়ারের দর সবথেকে বেশি পড়েছে সেগুলি হল লারসেন অ্যান্ড টুর্বো, টেক মাহিন্দ্রা, এইচডিএফসি এবং বাজাজ ফাইন্যান্স। তবে শুধু ভারত নয় ইউক্রেন পরিস্থিতি গোটা আন্তর্জাতিক শেয়ারবাজারকেই নাড়িয়ে দিয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

আর্থিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইউক্রেনে পরিস্থিতির কারণে গোটা দুনিয়ার শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। রুশ আগ্রাসনের ফলে নিশ্চিতভাবেই আগামী দিনে অপরিশোধিত তেলের দাম আরও বাড়বে। এদিনই অপরিশোধিত তেলের দাম প্রায় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৯৭ ডলার ছাড়িয়ে গিয়েছে। ২০১৪ সালের পর এই প্রথম প্রতি ব্যারেল তেলের দাম এতটা বাড়ল। বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন, খুব শীঘ্রই প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যাবে। সেক্ষেত্রে উড়ান পরিষেবা সংস্থাগুলি নিশ্চিতভাবেই কঠিন সমস্যায় পড়বে।

সোমবার মাঝরাতে ওয়ালস্ট্রিটকেও ধাক্কা মেরেছে ইউক্রেন সমস্যা। ওয়াল স্ট্রিটেও একের পর এক সংস্থার শেয়ারের দাম পড়তে শুরু করে। অনেকটাই পতন হয় সূচকের। জাপান, সিঙ্গাপুর, হংকংয়ের শেয়ার বাজারও এদিন নিম্নমুখী ছিল।