কয়েক দশক থাকবে করোনার প্রভাব, সতর্ক করল WHO

সহজে পিছু ছাড়ছে না করোনা। সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংস্থার প্রধান ড. টেডরোস আধানম ঘিব্রেয়েসাস জানিয়েছেন, কয়েক দশক ধরে বিশ্বজুড়ে প্রভাব থাকবে কোভিডের।…

সহজে পিছু ছাড়ছে না করোনা। সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংস্থার প্রধান ড. টেডরোস আধানম ঘিব্রেয়েসাস জানিয়েছেন, কয়েক দশক ধরে বিশ্বজুড়ে প্রভাব থাকবে কোভিডের। তবে ধীরে ধীরে তার প্রকোপ কমবে বলে জানিয়েছেন তিনি।

WHO প্রধান জানিয়েছেন, শারীরিকভাবে যারা দুর্বল তাদের উপর কোপ বসাবে করোনা ভাইরাস। এই মহামারী যতদিন চলবে, পরিস্থিতি উত্তরোত্তর খারাপ হবে। তিনি আরও বলেছেন, কমনওয়েলথ দেশগুলোর মাত্র ৪২ শতাংশ টিকার দুটি ডোজই পেয়েছে। দেশগুলোর মধ্যে টিকা নিয়ে অসমতা রয়েছে। কমনওয়েলথের আফ্রিকার দেশগুলির ক্ষেত্রে মাত্র ২৩ শতাংশ ভ্যাকসিন নিয়েছে। এই ফাঁক পূরণ করা হুয়ের বর্তমানে অন্যতম প্রধান কাজ। এর ফলে শুধুমাত্র মহামারী আয়ত্তে আসবে, তাই নয়, মানুষের জীবনও বাঁচবে।

   

WHO-র দেওয়া তথ্য অনুসারে কোভিডের বিটা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে। এছাড়া ভাইরাস তার রূপ বদলে নতুন যে মিউট্যান্ট তৈরি করছে সেগুলিও ছড়িয়ে পড়ছে দ্রুত। বিশ্বের বহু দেশ করোনার চতুর্থ ও পঞ্চম ঢেউয়ের সাক্ষী হয়েছে ইতিমধ্যেই।

ভারতে তৃতীয় ঢেউ এখন অনেকটাই কমের দিকে। দেশজুড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকালের পরিসংখ্যান অনুযায়ী একদিনে আক্রান্ত নেমে এসেছে ১ লক্ষের নিচে। সরকারি হিসেব অনুযায়ী আক্রান্ত হয়েছিল ৮৩ হাজার ৮৭৬ জন। ২২ শতাংশ কমেছে আক্রান্ত। রবিবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। সব মিলিয়ে এখন ভারতে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২২ লক্ষ ৭২ হাজার ১৪ জন। মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২ হাজার ৮৭৪ জনের। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১১ লক্য ৮ হাজার ৯৩৮ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৬ লক্ষ ৬০ হাজার ২০২ জন রোগী সুস্থ হয়েছেন। দেশে রিকভারি রেট বর্তমানে ৯৬.১৯ শতাংশ।