COVID: ফের করোনা কবলে চিন, একদিনে আক্রান্ত ৪০ হাজারের বেশি

চিনে করোনার প্রবল সংক্রমণ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। একদিনে আক্রান্ত ৪০ হাজারের বেশি‌ মানুষ। টানা পঞ্চম দিন রেকর্ড সংখ্যায় পৌঁছেছে সংক্রমণ। এদিকে রাষ্ট্রপতি শি…

চিনে করোনার প্রবল সংক্রমণ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। একদিনে আক্রান্ত ৪০ হাজারের বেশি‌ মানুষ। টানা পঞ্চম দিন রেকর্ড সংখ্যায় পৌঁছেছে সংক্রমণ। এদিকে রাষ্ট্রপতি শি জিনপিং এর জিরো কোভিড(COVID) পলিসির বিরুদ্ধে বিক্ষোভ শামিল হয়ে রাস্তায় নেমেছে মানুষ।

করোনা ছড়ানোর পাশপাশি চলছে চিন সরকারের কোভিড রোভার নীতির বিরুদ্ধে প্রবল প্রতিবাদ। করোনার গর্ভগৃহ বলে কুখ্যাত উহান শহরে উত্তেজিত জনতার হামলা। সাংহাই শহরের রাস্তায় কোভিড বিধির শিথিল করার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে হাজার হাজার মানুষ। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠছে।

   

 চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা রাস্তায় নেমে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। নানজিং, বেজিংয়ের মত জায়গায় একাধিক বিক্ষোভ কর্মসূচি নিয়ে প্রতিবাদ জানাচ্ছে সাধারণ মানুষ।

এদিকে চিনে এখনো বিদ্যমান কোভিড মহামারীর নানা কড়াকড়ি শিথিল করার দাবিতে সাদা কাগজ হাতে প্রতিবাদে নেমেছে চিনের একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কোথাও আবার মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে।’ আমরা আর লকডাউন চাই না,আমাদের মুক্তি চাই’ বলে স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছে চিনের সাধারণ মানুষ। যদিও করোনা মুক্ত নয় চিন,প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ যার জেরি আবারো কড়াকড়ি হয়ে গিয়েছে কোভিড বিধি-নিষেধ।