Ukraine War: ৮৫ লক্ষ টাকায় জেলেনস্কির জ্যাকেট নিলাম

নেহাতই একটি পশমের জ্যাকেট। কিন্তু নিলামে সেই জ্যাকেটের দর উঠল ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫ লক্ষ টাকা। আসলে ইউক্রেন যুদ্ধ…

নেহাতই একটি পশমের জ্যাকেট। কিন্তু নিলামে সেই জ্যাকেটের দর উঠল ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫ লক্ষ টাকা। আসলে ইউক্রেন যুদ্ধ শুরুর প্রথম দিকে এই জ্যাকেট গায়ে তুলেছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এই জ্যাকেটের উপর জেলেনস্কির স্বাক্ষর রয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহ শুরু করেছে লন্ডনের ইউক্রেন দূতাবাস। সেখানেই জেলেনস্কির ব্যবহার করা জ্যাকেটটি নিলামে তোলা হয়। লন্ডনে এই অর্থ সংগ্রহ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সাহসী ইউক্রেন’।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

অর্থ সংগ্রহ অভিযানে জেলেনস্কির জ্যাকেটের পাশাপাশি তাঁর স্ত্রী ও ওলেনা জেলেন্সকার উপহার দেওয়া বেশকিছু খেলনা নিলামে তোলা হয়।

ইউক্রেনীয় চিত্রগ্রাহক ম্যাক্স লেভিনের তোলা কিছু ছবিও নিলামে বিক্রি হয়েছে। যুদ্ধের ছবি সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ম্যাক্স। ইউক্রেন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্থ সংগ্রহ কর্মসূচিতে বিপুল অর্থ সংগ্রহ করা গিয়েছে। যা ইউক্রেনের পূনর্গঠনের জন্য ব্যয় করা হবে। মূলত দেশের শিশু হাসপাতালগুলিতে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম কিনতে খরচ করা হবে।

নিলাম অনুষ্ঠানে ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রশংসা করেন। জনসন বলেন, জেলেনস্কি হলেন আজকের যুগের সবচেয়ে সাহসী নেতাদের মধ্যে একজন। যতদিন প্রয়োজন হবে ততদিন আমরা ইউক্রেনকে সব ধরনের সাহায্য করব, তাদের পাশে থাকব।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দফতর মনে করছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। সিআইএর প্রধান বিল বার্নস বলেছেন, যুদ্ধ শুরুর আড়াই মাস পরেও পুতিন এখনো কিয়েভ দখল করতে পারেনি। যে সমস্ত শহর রাশিয়া দখল করেছিল তার বেশ কয়েকটি হাতছাড়া হয়ে গিয়েছে। তাই এই যুদ্ধে রাশিয়া যে হাসতে হাসতে জিতে যাবে এটা আদৌ নয়। ইতিমধ্যেই গোটা বিশ্বে একজন লড়াকু নেতা হিসেবে চিহ্নিত হয়েছেন জেলেনস্কি। সীমিত ক্ষমতা নিয়ে তিনি রাশিয়ার মত বৃহৎ শক্তির বিরুদ্ধে যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন সকলেই তার প্রশংসা করেছেন।