Mocha Cyclone: বাংলাদেশ দিল মহাবিপদ সংকেত, অপরূপা সেন্ট মার্টিন ছেড়ে পালাচ্ছেন দ্বীপবাসী

সাগর সুন্দরী তথা প্রকৃতির বিস্ময় জীবন্ত প্রবালের প্রাচীর ঘেরা সেন্ট মার্টিন আইল্যান্ড (Saint Martin Island) তলিয়ে যেতে পারে সামুদ্রিক ঘূর্ণি ঝড়ের (Mocha Cyclone) কারণে প্রবল ঢেউয়ে।

সাগর সুন্দরী তথা প্রকৃতির বিস্ময় জীবন্ত প্রবালের প্রাচীর ঘেরা সেন্ট মার্টিন আইল্যান্ড (Saint Martin Island) তলিয়ে যেতে পারে সামুদ্রিক ঘূর্ণি ঝড়ের (Mocha Cyclone) কারণে প্রবল ঢেউয়ে। এমনই আশঙ্কায় (Bangladesh) বাংলাদেশের বিখ্যাত এই দ্বীপটি ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, ঘূর্ণিঝড়টি উপকূল অঞ্চলের কাছে দিয়ে যাওয়ার সময় ৫ থেকে ৭ ফুট উঁচু ঢেউ আঘাত করতে পারে। সেন্ট মার্টিন দ্বীপে এই ঢেউয়ের উচ্চতা আরেকটু বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেন্ট মার্টিনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। সেই আশঙ্কায় দ্বীপটির অনেকেই দ্বীপ ছেড়ে টেকনাফে চলে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

যেহেতু এবার ঘূর্ণি সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ দিয়ে বয়ে যাবে তাই সেন্ট মার্টিন আইল্যান্ড জুড়ে সামুদ্রিক তাণ্ডবের প্রবল সম্ভাবনা। প্রবল ঘূর্ণিঝড়ের কারণে কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরে মহাবিপদ সংকেত জারি হয়েছে। 

ঘূর্ণিঝড় বাংলাদেশ আঘাত করবে রবিবার দুপুরের দিকে। উপকূলীয় অঞ্চলে আঘাত করবে, তখন সবচেয়ে বেশি প্রভাব পড়ার কথা।  বঙ্গোপসাগরের ওপর অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপে বড় জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।

বিখ্যাত এই দ্বীপের সম্পদ প্রকৃতির বিস্ময় জীবন্ত প্রবাল প্রাচীর। প্রকৃতি বিশেষজ্ঞরা বলছেন, সেন্ট মার্টিনের মধ্যে অবৈধ নির্মাণের কারণে প্রকৃতির উপর প্রভাব পড়েছে। ফলে সামুদ্রিক ঘূর্ণিতে এই দ্বীপে ক্ষতির সম্ভাবনা বেশি।

সেন্ট মার্টিনের ‘সমু্দ্র বিলাস’: কলমের জোরে একমাত্র বাঙালি সাহিত্যিক দ্বীপে বাড়ি তৈরি করেন

প্রবল জনপ্রিয় বাংলা সাহিত্যিক হুমায়ূন আহমেদ ”রূপালী দ্বীপ” নামে উপন্যাসে বঙ্গোপসাগরের বুকে সেন্ট মার্টিন আইল্যান্ড বা নারকেল জিঞ্জিরা দ্বীপের মায়াময় বিবরণ দিয়েছিলেন। সেই থেকে দ্বীপটির কথা আন্তর্জাতিক পর্যটনে বিশেষ সমাদ়ৃত। ১৯৯৩ সালে এই দ্বীপে জমি কিনে বাড়ি করেন হুমায়ূন আহমেদ। সেই বাড়ির নাম দেন ‘সমুদ্র বিলাস’। এই সমুদ্র বিলাসে বসে উপন্যাস লিখতেন তিনি।

প্রকৃতি বিশেষজ্ঞরা বলছেন, দ্বীপটিকে ভালোবাসতেন হুমায়ূন আহমেদ। কিন্তু এই দ্বীপে বাণিজ্যিক পর্যটনের কারণে বিপুল ক্ষতি হয়েছে।