সীমান্তের কাছে উদ্ধার অপূর্ব বিষ্ণুমূর্তি, কোটি টাকার বেশি দাম

মূর্তিটা কষ্টি পাথরের তৈরি। বহু প্রাচীন। অপূর্ব তার কারুকার্য। এমনই এক বিষ্ণুমূর্তি পড়েছিল ভারত সীমান্তের (Indian Border) খুব কাছে। সুপ্রাচীন এই মূর্তি ভারতে পাচার করার…

মূর্তিটা কষ্টি পাথরের তৈরি। বহু প্রাচীন। অপূর্ব তার কারুকার্য। এমনই এক বিষ্ণুমূর্তি পড়েছিল ভারত সীমান্তের (Indian Border) খুব কাছে। সুপ্রাচীন এই মূর্তি ভারতে পাচার করার আগেই খবর পায় বাংলাদেশ বর্ডার গার্ড (BGB)।

বিজিবি সূত্রে খবর রাজশাহী থেকে সীমান্তের ওদিকে ভারতে এই মূর্তি পাঠানোর আগেই সেটি উদ্ধার করা হয়েছে। মূর্তির মূল্য কোটি টাকার বেশি।

  • বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রক্ষীদের অভিযান
  • ১০২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি বাজেয়াপ্ত
  • আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২ লক্ষ ৭২ হাজার টাকা (বাংলাদেশি মূদ্রায় মান)

বিস্তারিত পড়ুন:

কিছু দূরে ভারতীয় সীনান্তরেখা। ওপারে পশ্চিমবঙ্গের মালদহ জেলা। সীমান্তে এপারে বাংলাদেশের রাজশাহী। সীমান্তে মূর্তি পাচারকারীদের আনাগোনা গোপন সূত্রে এসেছিল বিজিবি রক্ষীদের কাছে। বিজিবি জানিয়েছে, এই বিষ্ণুমূর্তি গোপনে রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের মালদহের দিকে পাঠানোর জন্য প্রস্তুতি নেয় পাচারকারীরা।

সোমবার রাজশাহী ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মহম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে  অভিযান চালানো হয়। ভারত সীমান্তের কাছে  গোদাগাড়ীর নিমতলায় মূর্তি পাচারকারীদের দেখা যায়। রক্ষীদের দেখতে পেয়ে তারা মূর্তি ফেলে পালায়। সীমান্তের কাছে সেই বিষ্ণু মূর্তি পড়েছিল। সেখান থেকে মূর্তি উদ্ধার করে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা।

মূর্তি চোরাকারবারিদের গ্রেফতার করার চেষ্টা চলছে। সম্প্রতি বাংলাদেশ থেকে বিপুল পরিমান সোনা ভারতের দিকে পাচার করার আপ্রাণ চেষ্টা চালায় পাচারকারীরা।

গত এক মাসে বারবার সোনা পাচার ধরা পড়েছে। কোটি কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে। এবার প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধারে ছড়িয়েছে চাঞ্চল্য।