HomeWorldBangladeshPori Moni: 'রাজ্য' বদল, বিচ্ছেদের পর সন্তানের নাম পাল্টালেন পরীমণি

Pori Moni: ‘রাজ্য’ বদল, বিচ্ছেদের পর সন্তানের নাম পাল্টালেন পরীমণি

চাঞ্চল্যকর মাদক মামলায় জেলে যেতে হয়েছিল তাকে। পিতা মাতার অস্বাভাবিক মৃত্যু, একাধিক বিয়ে, সম্পর্ক বিচ্ছেদ, বিতর্কিত মাদক মামলা সব মিলে বাংলাদেশি অভিনেত্রী পরীমণীর জীবনটাই যেন সিনেমা।

- Advertisement -

বিয়ের আগেই সন্তানের খবর দিয়েছিলেন ঢালিউড ও টলিউডের জনপ্রিয় নায়িকা (Porimoni) পরীমণি। বিবাহ বিচ্ছেদ তাঁর জীবনে নতুন নয়। সর্বশেষ স্বামী অভিনেতা রাজ-এর সাথে সম্প্পতি ফের বিচ্ছেদ হয়েছে। রাজ-পরীর সন্তান রাজ্যর নামই এবার বদলে দিলেন শামসুন্নাহার স্মৃতি (পরীমণী)।

গত বছরের ১০ আগস্ট পুত্রসন্তান জন্মের পরদিন ছবি সহ ছেলের নাম প্রকাশ করেছিলেন নায়িকা পরীমণি। জানিয়েছিলেন, স্বামী রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। এরপর দাম্পত্য কলহে বিচ্ছেদ হয়েছে।  এবার রাজের প্রতি বিরাগ হয়েই ছেলের নাম পাল্টে রাখলেন পরীমণি? বাংলাদেশের চলচ্চিত্র মহল ঢানিউড ও পশ্তিমবঙ্গের টলিউডে ছড়িয়েছে এমন প্রশ্ন।

   

পরীমণির ছেলের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক আব্দুল আজিজ।সেই পোস্টে মন্তব্য করে ছেলের নতুন নাম জানালেন পরীমণি। তিনি লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’।সন্তানকে আপ রাজ্য নয় বরং পদ্ম নাম দিলেন এমনই জানিয়েছেন পরীমণি।  এদিকে আগামী ১০ আগস্ট এক বছর পূর্ণ হবে পরীর পুত্রের। জন্মদিন উদযাপনের বন্দোবস্ত করছেন তিনি। সেই অনুষ্ঠানে রাজের উপস্থিতি চান না। স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

২০২১ সালে নির্মাতা  ‘গুণিন’ সিনেমায় অভিনয় সুবাদে পরী ও রাজের প্রেম হয়। পরে পরী জানিয়েছিলেন তিনি সন্তানসম্ভবা। এই সন্তানের পিতা রাজ। এরপর দুজনে বিয়ে করেন। চাঞ্চল্যকর মাদক মামলায় জেলে যেতে হয়েছিল তাকে। পিতা মাতার অস্বাভাবিক মৃত্যু, একাধিক বিয়ে, সম্পর্ক বিচ্ছেদ, বিতর্কিত মাদক মামলা সব মিলে অভিনেত্রী পরীমণীর জীবনটাই যেন সিনেমা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular