Bangladesh: শেখ হাসিনাকে খুনের চেষ্টা করা বিচারাধীন বন্দির মৃত্যু, বিতর্ক বাড়ছে

বার বার খুনের চেষ্টা করা হয়েছে বাংলাদেশের (Bangladesh)  বর্তমান প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু কন্যা (Sheikh Hasina)  শেখ হাসিনাকে। তেমনই একটি খুনের চেষ্টায় ধৃত বিচারাধীন বন্দি জাভিদ…

বার বার খুনের চেষ্টা করা হয়েছে বাংলাদেশের (Bangladesh)  বর্তমান প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু কন্যা (Sheikh Hasina)  শেখ হাসিনাকে। তেমনই একটি খুনের চেষ্টায় ধৃত বিচারাধীন বন্দি জাভিদ রায়হান লাকীর মৃত্যুর জেরে বিতর্কে সরকার। যদিও জেল কর্তৃপক্ষের দাবি, অসুস্থতার কারণে মারা গেছে বন্দি।

জাভিদ রায়হান লাকী শনিবার ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। লাকী বিএনপির প্রাক্তন যুব নেতা। হাসপাতাল থেকে বলা হয়েছে, জাভিদ রায়হান লাকী ডায়াবেটিস ও ফুসফুসের ইনফেকশন সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল। তার বয়স হয়েছিল ৪৫ বছর।

 

২০০২ সালে বাংলাদেশের তৎকালীন বিরোধী নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে খতম করার চেষ্টা হয়েছিল সাতক্ষীরার কলারোয়া এলাকায়।  হাসিনার কনভয়ে বোমা হামলা হয়। সেই মামলার  সাজাপ্রাপ্ত ছিল লাকী। 

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলরোয়াতে এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে সহানুভূতি জানাতে গেছিলেন শেখ হাসিনা। ঢাকায় ফেরার পথে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তাঁর কনভয়ে হামলার ঘটনা ঘটে। শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বোম বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

সেই হামলার ঘটনায় কোনওরকমে বেঁচে যান শেখ হাসিনা। এই হামলার তদন্তে ২০১৫ সালে  ১৭ মে বিএনপির একাধিক নেতা অভিযুক্ত হয়।তাদেরই একজন লাকী।