Bangladesh: আল কায়েদা ও তালিবান ঘনিষ্ঠ একাধিক ধৃত, পশ্চিমবঙ্গেও সতর্কতা

দুই আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা (Al Qaeda) ও তালিবানের (Taliban) সাথে ঘনিষ্ঠতা আছে এমন কয়েকজনকে দীর্ঘ সময় ধরে নজরে রাখা হয়। তাদের গতিবিধি আরও…

After several arrests of Al Qaeda and Taliban close in Bangladesh West Bengal is also on alert

দুই আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা (Al Qaeda) ও তালিবানের (Taliban) সাথে ঘনিষ্ঠতা আছে এমন কয়েকজনকে দীর্ঘ সময় ধরে নজরে রাখা হয়। তাদের গতিবিধি আরও সন্দেহজনক হওয়ায় আর ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ (Bangladesh) সরকার। আল কায়েদা ও তালিবান জঙ্গিদের ঘনিষ্ঠ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সূত্রে খতিয়ে দেখা হচ্ছে বাংলাদেশ সংলগ্ন ভারতের দুটি রাজ্য অসম এবং পশ্চিমবঙ্গেও কতটা জাল ছড়িয়েছে আল কায়েদা ও তালিবান।

তালিবান গোষ্ঠির কব্জায় এখন আফগানিস্তান। এদের সহযোগী হাক্কানি নেটওয়ার্ক জঙ্গিদের নেটওয়ার্ক ছড়িয়ে আছে নেপাল, ভারতে। পশ্চিমবঙ্গ ও অসম সহ বাংলাদেশের বিভিন্ন বিভাগেও তাদের সংযোগ আছে। দুই দেশের গোয়েন্দা বিভাগ আগেই এমন জানিয়েছে। অসম ও পশ্চিমবঙ্গর বিভিন্ন জেলায় দুটি সংগঠনের সাথে জড়িতদের বেশ কয়েকজন ধরা পড়েছে। তারা বিচারাধীন।

ঢাকা মহানগর পুলিশের জঙ্গি দমন শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) জানাচ্ছে, আল কায়েদা ও তালিবান ঘনিষ্ঠ ছয় জনকে গ্রেফতার করা হয় কক্সবাজারের টেকনাফ থেকে। তদন্তের স্বার্থে তাদের নাম ও পরিচয় গোপন করা হয়েছে।সোমবার সিটিটিসি প্রধান ও ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার মহন্মদ আসাদুজ্জামান বিস্তারিত জানাবেন।

বাংলাদেশে সন্ত্রাসবাদের সাম্প্রতিক গতিবিধিতে স্পষ্ট, পুরনো জেএমবি, নব্য জেএমবি এবং বিভিন্ন উগ্র গোষ্ঠির তেমন নাশকতামূলত সক্রিয়তা নেই। তবে প্রকাশ্যে পুলিশের কব্জা থেকে ধৃত জঙ্গি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে।