অমর একুশ: রিমঝিম বৃষ্টি আলোয় ভিজে মোহময়ী শহিদ চত্বর, প্রথম প্রহরের অপেক্ষা

রিমঝিম বৃষ্টিতে ভিজছে মহানগরী ঢাকা। রাত বাড়লে কুয়াশা বাড়বে, জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এদিকে একুশের আবেগে ভাসছেন বাংলাদেশবাসী। মহানগরের সব সড়কের ভিড় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ…

Bangladesh

রিমঝিম বৃষ্টিতে ভিজছে মহানগরী ঢাকা। রাত বাড়লে কুয়াশা বাড়বে, জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এদিকে একুশের আবেগে ভাসছেন বাংলাদেশবাসী। মহানগরের সব সড়কের ভিড় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের দিকে। করোনা সংক্রমণের ভয় তেমন নেই ফলে এবারের ‘অমর একুশ’ স্মরণে জনতার প্লাবন আছড়ে পড়তে চলেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমি প্রাঙ্গনে চলছে অমর একুশে গ্রন্থমেলা। রাত বাড়লে ভিড় আরও বাড়বে।

মধ্যরাত পার করেই বাংলাদেশ সময় ১২.১ মিনিটে অর্থাত একুশের প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল অনুষ্ঠান শুরু হবে। সোমবার বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেনা বাহিনীর তিন শাখার তরফে সামরিক শ্রদ্ধা জানানো হবে।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির তরফে শ্রদ্ধা জানানোর পর অন্যতম বিরোধী দল বিএনপির তরফে দেওয়া হবে পুষ্পার্ঘ্য।

কড়া নিরাপত্তায় মোড়া বিশ্ববিদ্যালয়ের সর্বত্র। কেন্দ্রীয় শহিদ মিনার জুড়ে নিরাপত্তার ৬টি বলয় রাখা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ জানাচ্ছে, নাশকতার আশঙ্কা না থাকলেও নিরাপত্তায় কোনও ফাঁক নেই।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি অর্থাত বাংলার ১৩৫৮ সালের ৮ ফাল্গুন তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ নিজেদের ভাষা বাংলার অধিকার চেয়ে আন্দোলন করেছিলেন। ১৪৪ ভেঙে সেই আন্দোলন শুরু হতেই পাকিস্তান সরকারের পুলিশ গুলি চালায়। মারা যান রফিক, বরকত, জব্বার ও সালাম সহ কয়েকজন। ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলি।