Baghdad Blast: বাগদাদ বিস্ফোরণে ছিন্নভিন্ন ১০ কিশোর ফুটবলার

রক্তাক্ত ফুটবল। নাশকতায় কেঁপে উঠল ইরাকের রাজধানী শহর (Baghdad Blast)। ভয়াবহ বিস্ফোরণে একাধিক কিশোর মৃত। এরা সবাই ফুটবলার। বিবিসির খবর, বাগদাদ বিস্ফোরণে জখম আরও কুড়ি…

রক্তাক্ত ফুটবল। নাশকতায় কেঁপে উঠল ইরাকের রাজধানী শহর (Baghdad Blast)। ভয়াবহ বিস্ফোরণে একাধিক কিশোর মৃত। এরা সবাই ফুটবলার। বিবিসির খবর, বাগদাদ বিস্ফোরণে জখম আরও কুড়ি জন। বেশিরভাগ আশঙ্কাজনক।

রয়টার্স জানাচ্ছে, পূর্ব বাগদাদে এই বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় একটি ফুটবল স্টেডিয়ামের কাছে একটি গ্যারেজে রাখা গাড়িতে বিস্ফোরণ হয়েছে। ওই গ্যারেজের কাছেই রাখা ছিল একটি গ্যাসের ট্যাংকার। বিস্ফোরণের পর সেই ট্যাংকারেও আগুন ছড়ায়। সেটিও ফেটে যায়।

ইরাক সরকার জানাচ্ছে, বাগদাদের বিস্ফোরণে নিহতদের বেশিরভাগই কিশোর। তার ওই স্টেডিয়ামে ফুটবল খেলছিল। এই ঘটনার পর বাগদাদ জুড়ে প্রবল আতঙ্ক।

বিস্ফোরণের পিছনে কোনও জঙ্গি নাষকতা নাকি সরকার বিরোধী অন্তর্ঘাত তা নিয়ে তদন্ত চলছে। সম্প্রতি বাগদাদে পরপর বিস্ফোরণের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই মনে করা হচ্ছে।বাগদাদ জুড়ে জারি হয়েছে সতর্কতা। দশজন কিশোর ফুটবলারের মৃত্যুর জেরে ক্ষোভ তুঙ্গে।