Thailand: রক্তাক্ত থাইল্যান্ড, গুলিতে নিহত ২২ শিশু সহ ৩৪ জন

রক্তাক্ত (Thailand) থাইভূমি। ভয়াবহ ঘটনার জেরে বিশ্ব স্তম্ভিত। এক চাকরিচ্যুত পুলিশকর্মী গুলি করে মারল ৩৪ জনকে। নিহতদের মধ্যে আছে কমপক্ষে ২২ শিশু। গণহত্যার এমন ঘটনায়…

রক্তাক্ত (Thailand) থাইভূমি। ভয়াবহ ঘটনার জেরে বিশ্ব স্তম্ভিত। এক চাকরিচ্যুত পুলিশকর্মী গুলি করে মারল ৩৪ জনকে। নিহতদের মধ্যে আছে কমপক্ষে ২২ শিশু। গণহত্যার এমন ঘটনায় তীব্র আতঙ্ক থাইল্যান্ডে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে। বিবিসি জানাচ্ছে গুলিবিদ্ধ আরও অনেকে।

  • বিদ্যালয়ে ঢুকে এলোপাথাড়ি গুলি চলায় হামলাকারী।
  • থাইল্যান্ডে বেসরকারিভাবে আগ্নেয়াস্ত্র কেনার সহজ নিয়ম।
  • হামলার জেরে পর্যটকরা আতঙ্কিত। 

এশিয়া নিউজ নেটওয়ার্ক জানাচ্ছে, এক প্রাক্তন পুলিশকর্মীর গুলিতে ২২ শিশু সহ ৩৪ জনের মৃত্যু হয়েছে। বাচ্চাদের একটি ডে কেয়ার সেন্টারে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় সেই পুলিশকর্মী। পরে স্ত্রী ও সন্তানকে খুন করে নিজে আত্মঘাতী হয় আততায়ী।

বিবিসি জানাচ্ছে ২০২০ সালে সম্পত্তিগত ঝামেলায় এক সেনাকর্মী গুলি চালিয়ে ২৯ জনকে খুন করেছিল। এবার এতজনকে গুলি করে খুনের কারণ নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।

থাই সংবাদমাধ্যমের খবর, পানিয়া খামরাব নামে এক প্রাক্তন পুলিশকর্মী এই হামলা চালায়। গুলিতে আরও ১২ জন জখম। বেশ কয়েকজন আশঙ্কাজনক। ঘটনাস্থল । নংবুয়া লামফু শহর।

জানা যাচ্ছে, বছর খানেক আগে পানিয়াকে পুলিশ বাহিনী থেকে অপসারিত করা হয়। ব্যাংকক পোস্ট জানিয়েছে, পানিয়া খামরাব বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারাল ছুরি নিয়ে ডে কেয়ার সেন্টারে ঢুকে পড়ে। তারপরেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে। তার গুলিতে গর্ভবতী এক শিক্ষিকা মারা যান। ভয়াবহ এই ঘটনায় থাইল্যান্ড জুড়ে ছড়িয়েছে আতঙ্ক।