Armenia-Azerbaijan War: যেন ভারত-পাকিস্তান যুদ্ধ! শতাধিক মৃত, রক্তাক্ত সীমান্ত

দশকের পর দশক ধরে চলছে অবলুপ্ত সোভিয়েত ইউনিয়নের দুই প্রদেশ অার্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে লড়াই (Armenia-Azerbaijan War)। সোভিয়েত পতনের পর দুপক্ষ স্বাধীন দেশ। তাদের বিতর্কিত…

দশকের পর দশক ধরে চলছে অবলুপ্ত সোভিয়েত ইউনিয়নের দুই প্রদেশ অার্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে লড়াই (Armenia-Azerbaijan War)। সোভিয়েত পতনের পর দুপক্ষ স্বাধীন দেশ। তাদের বিতর্কিত সীমান্ত এলাকা নিয়ে নতুন করে সংঘর্ষের জেরে বুধবার শতাধিক মৃত্যু হয়েছে। দুটি দেশ পরস্পরের উপর হামলার অভিযোগ এনেছে।

নাগর্নো কারাবাখ একটি বিতর্কিত জমি। এর ভৌগোলিক অবস্থান আজারবাইজানের ভিতরে। তবে সেখানে প্রধাণত আর্মেনিয়ার মানুষ থাকেন। আর্মেনিয়ার দাবি এলাকাটি তাদের। এর থেকেই সংঘাত। ঠিক যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে চলে কূটনৈতিক ও গুলির লড়াই।

   

বিবিসি ও তাস নিউজ জানাচ্ছে, আর্মেনিয়া আজারবাইজানের আন্তর্জাতিক সীমান্তের নাগর্নো-কারাবাখে গত কয়েকদিন ধরে সংঘর্ষ চলছে।দুই পক্ষেরই যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে।

আল জাজিরার খবর, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমাদের ৪৯ জন সেনার মৃত্যু হয়েছে। এটাই চূড়ান্ত সংখ্যা নয়। মৃতের সংখ্যা বাড়তে পারে।এর পরেই অপর পক্ষ অর্থাৎ আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানায় তাদের ৫০ জন রক্ষী মৃত।

বিবিসির খবর, আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পর দাবি করেছে তারা হামলার জবাব দিচ্ছে। আজারবাইজানের অভিযোগ, আর্মেনিয়ার সেনা তিনটি জায়গায় আক্রমণ করেছিল। আর্মেনিয়া জানিয়েছে, আজারবাইজানের সেনা সাধারণ মানুষকে লক্ষ্য কর আক্রমণ শানিয়েছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর অভিযোগ নাগর্নো-কারাবাখ শান্তি নিয়ে আজারবাইজান আলোচনায় রাজি নয়।