Myanmar: বর্মী সেনার বিমান হানায় মায়ানমারে ‘গণহত্যা’, বুধবার ভয়াবহ সংঘর্ষের সম্ভাবনা

মায়ানমারের (Myanmar) সামরিক সরকার গণহত্যা চালাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দাবি। বিবিসি জানাচ্ছে, গৃহযুদ্ধে  মায়ানমারের সেনাবাহিনীর সবচেয়ে মারাত্মক বিমান হামলা চলেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মঙ্গলবার…

মায়ানমারের (Myanmar) সামরিক সরকার গণহত্যা চালাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দাবি। বিবিসি জানাচ্ছে, গৃহযুদ্ধে  মায়ানমারের সেনাবাহিনীর সবচেয়ে মারাত্মক বিমান হামলা চলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মঙ্গলবার উত্তর-পশ্চিম সাগাইং অঞ্চলের একটি গ্রামকে লক্ষ্য করে বর্মী সেনা হামলা চালায়। এই গ্রামটি সেনা সরকারের বিরোধী। কমপক্ষে ৫৩ জন মারা গেছেন বলে তাদের দাবি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। নিহতদের মধ্যে অন্তত ১৫ জন নারী ও বেশ কিছু শিশু রয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বর্মী সেনা রক্তপাতহীন অভ্যুত্থানে অপসারিত করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত আউং সান সু কি-র নেতৃত্ব চলা সরকারকে। সু কি সহ সরকারের আরও মন্ত্রীরা বন্দি।

সেনাবাহিনী ক্ষমতা দখলেই করার পর থেকে গণতন্ত্র ফেরানোর দাবিতে মায়ানমারে গণবিক্ষোভ চলে। সেনার গুলিতে বহু মৃত্যু হয়। এদিকে একাধিক প্রদেশে সেনা শাসনের বিরোধী গোষ্ঠিদের নিজস্ব বাহিনীর সাথে সংঘর্ষ শুরু হয়।  বর্মী সেনাবাহিনী তাদের বিরোধীদের বিরুদ্ধে ক্রমবর্ধমানভাবে বিমান হামলা ব্যবহার করেছে।

মায়ানমার থেকে প্রতিবেশি ভারত ও থাইল্যান্ডের দিকে হাজার হাজার বর্মী পালিয়ে যাচ্ছেন। বিবিসির খবর, থাইল্যান্ড সরকার জানাচ্ছে, অন্তত ১০ হাজার বর্মী জীবন বাঁচাতে থাইল্যান্ডে ঢুকেছেন।

থাই সরকারের আশঙ্কা, বুধবার থেকে বর্মী সেনাবাহিনী এবং একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে  ভয়াবহ লড়াই শুরু হতে পারে। পরিস্থিতি নিয়ে মায়ানমারের সামরিক সরকার নীরব। তারা কোনও বিবৃতি প্রকাশ করেনি