Ukraine War: ন্যাটো জোটকে রুশ হুমকি, ধংস করব সব

ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করেছিল রাশিয়া। আড়াই মাস অতিক্রান্ত হলেও ইউক্রেনের সামান্য কিছু অংশ তারা দখলে আনতে পেরেছে। ইতিমধ্যেই ইউক্রেনকে অস্ত্র…

ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করেছিল রাশিয়া। আড়াই মাস অতিক্রান্ত হলেও ইউক্রেনের সামান্য কিছু অংশ তারা দখলে আনতে পেরেছে। ইতিমধ্যেই ইউক্রেনকে অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করছে একাধিক পশ্চিমী দেশ। সাহায্য করছে আমেরিকা। ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে ন্যাটোকে সরাসরি হুমকি দিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সোইগু।

বুধবার সার্গেই সংবাদমাধ্যমকে বলেন, ন্যাটোভুক্ত দেশগুলি ইউক্রেনে অস্ত্র পাঠালেই হামলা করা হবে। একাধিকবার বারণ করা সত্ত্বেও তারা ইউক্রেনকে সাহায্য করে চলেছে। ইউক্রেনের সেনাকে পাঠানো যেকোনও ধরনের অস্ত্রের উপরে এবার আক্রমণ চালানো হবে। ধ্বংস করে দেওয়া হবে সেই অস্ত্র। ইউক্রেনের যে কোনও যুদ্ধাস্ত্রের উপর হামলা চালানোকে আমরা বৈধ বলে মনে করি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

রাশিয়ার এই হুমকির পর ন্যাটোভুক্ত দেশগুলি পরবর্তী পদক্ষেপের দিকে সকলেরই নজর রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে লড়াই চলতে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একাধিকবার পশ্চিমী দেশগুলির রাষ্ট্রপ্রধানদের কাছে অস্ত্র সাহায্যের আর্জি জানিয়েছেন।

অন্যদিকে এদিনই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপানোর কথা ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন। এদিন ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত ২৭ টি দেশ রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এরই মধ্যে মঙ্গলবার রাতে ইউক্রেনের ডোনেৎস অঞ্চলে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার ওই হামলায় কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন ৩০ জন। ডোনেৎসের গভর্নর জানিয়েছেন, গত একমাসে রুশ হামলায় এটাই সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি।

কিয়েভের দাবি, গত কয়েকদিন ধরেই পূর্ব ইউক্রেনের উপর হামলা চালাতে শুরু করেছে পুতিনের সেনাবাহিনী ।