Maldives: কেন ঢুকল গোতাবায়া, ওকে ভাগাও…এবার মালদ্বীপে ছড়াল ক্ষোভ

এমনটা হবে ভাবতে পারেননি মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলিহ। এবার তাঁর দেশে শুরু হলো বিক্ষোভ। শ্রীলংকার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে কে রাজনৈতিক আশ্রয় দেওয়ায় মালদ্বীপে…

এমনটা হবে ভাবতে পারেননি মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলিহ। এবার তাঁর দেশে শুরু হলো বিক্ষোভ। শ্রীলংকার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে কে রাজনৈতিক আশ্রয় দেওয়ায় মালদ্বীপে (Maldives) ক্ষোভ ছড়াচ্ছে।

বুধবার ভোরে শ্রীলংকা থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন সস্ত্রীক গোতাবায়া রাজাপাকসে। তাঁকে মালে বিমান বন্দরে নামিয়ে দেয় শ্রীলংকা সেনার একটি বিমান। তখনও পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ছিলেন। ফলে সেনা বাহিনী ছিল নিরাপত্তার দায়িত্বে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

পড়ুন: Sri Lanka Crisis: লঙ্কা ছেড়ে মালদ্বীপ পালিয়ে প্রাণে বাঁচলেন গোতাবায়া

দেশ ছেড়ে আসার আগে গোতাবায়া পদত্যাগপত্রে সই করেছিলেন। এরপর বেলা গড়াতেই শ্রীলংকার অস্থায়ী প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিংহে। তিনি মাত্র দুদিন আগে গণবিক্ষোভের মুখে পালিয়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন।

বিবিসির খবর, নতুন করে জ্বলছে শ্রীলংকা। একইভাবে মালদ্বীপে শুরু হয়েছে বিক্ষোভ। এই দ্বীপ রাষ্ট্রের প্রবাসী লিংহলিরা মালদ্বীপ সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন। তাঁদের দাবি, গোতাবায়া কে দ্রুত মালদ্বীপ থেকে সরিয়ে দেওয়া হোক।

মালদ্বীপের প্রেসিডেন্ট বাসভবনের কাছে বিক্ষোভ চলে। প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলিহর বিরুদ্ধে মালদ্বীপবাসীর ক্ষোভ বাড়ছে। জানা যাচ্ছে বিশেষ নিরাপত্তার ঘেরাটোপে মালদ্বীপ সরকার গোতাবায়াকে গোপন আস্তানায় রেখেছে। এর মাঝে মালদ্বীপে বিক্ষোভ শুরু হওয়ায় এই দেশের সরকারের উপর প্রবল চাপ।

শ্রীলঙ্কা বিপুল আর্থিক সংকটে। এর জেরে দেশটির জনতা বিক্ষোভে অংশ নিয়ে পূর্বতন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগ দাবি করে। তিনি পালিয়ে যান। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি দেশত্যাগ করতে পারেনি। কিন্তু তাঁর ভাই গোতাবায়া কোনওরকমে শ্রীলংকা ত্যাগ করেন।