UK: সিংহাসনে রাজামশাই, বদলে গেল ব্রিটেনের জাতীয় সঙ্গীত

রানি দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত। তাঁর দীর্ঘ সাত দশকের রানিশাসনের অবসান হয়ে গেছে। সেই সঙ্গে নীরবে পাল্টে গেল ব্রিটেনের (UK) জাতীয় সঙ্গীতের প্রথম বাক্যের শেষ শব্দটি! …

রানি দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত। তাঁর দীর্ঘ সাত দশকের রানিশাসনের অবসান হয়ে গেছে। সেই সঙ্গে নীরবে পাল্টে গেল ব্রিটেনের (UK) জাতীয় সঙ্গীতের প্রথম বাক্যের শেষ শব্দটি!  যে মুহূর্তে দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth ll) প্রয়াণ হয়, ঠিক সেই মুহূর্তেই বদলে দেওয়া হয় “God Save the Queen”, নতুন জাতীয় সঙ্গীতের প্রথম বাক্য হয়েছে “God Save the King”

১৭৪৫ সাল থেকে টানা  দুশো সাতাত্তর বছর ধরে চলে আসা ব্রিটেনের জাতীয় সঙ্গীতটির বিশেষ বৈশিষ্ট্য সিংহাসনে রাজা অথবা রানি যেই বসুক তাঁকে ধরে প্রথম বাক্য পরিবর্তিত হয়। সেই রীতি মেনে  গত সত্তর বছর ধরে ‘ঈশ্বর রানিকে রক্ষা করো’ বলে এসেছে।  বিবিসি জানাচ্ছে, সিংহাসনে বসার পর ১৯৫২ সাল থেকে কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, ব্রিটেন সহ এক ডজনেরও বেশি দেশের রানি ছিলেন এলিজাবেথ। চলতি বছরের জুন মাসে তিনি সিংহাসনে বসার ৭০ বছর উদযাপন করেছেন।

২০২২ সালের ৯ সেপ্টেম্বর থেকে এই সঙ্গীত এবার বলবে ‘ঈশ্বর রাজাকে রক্ষা করো’। উত্তরাধিকার সূত্রে এবার ব্রিটেনের সিংহাসনে বসবেন প্রয়াত দ্বিতীয় এলিজাবেথের পুত্র তৃতীয় চার্লস। তিনিই ইংল্যান্ডেশ্বর। তাঁর নাম ধরে আবার জাতীয় সঙ্গীত বদলে যাবে।

তবে এই বদলানোর পর্ব নতুন কিছু নয়। এখনও পর্যন্ত রানির নামে জাতীয় সঙ্গীত বদলেছে মোট দু’বার। ব্রিটিশ রাজ সিংহাসনে প্রথম রানি ছিলেন অ্যানে স্টুয়ার্ট। তিনি যখন ১৭০৭ সালে সিংহাসনে বসেন তখনও জাতীয় সঙ্গীতটি চালু হয়নি। সেদিক থেকে তিনি কিছুটা অপাঙক্তেয়!

অ্যানে স্টুয়ার্টের পর ব্রিটেনের সিংহাসনের রানি হন আলেকজান্দ্রিয়া ভিক্টোরিয়া বা রানি ভিক্টোরিয়া। ১৮৩৭ সালে প্রথমবার ব্রিটেনের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল গড সেভ দ্য কুইন বলে। ১৯০১ সাল পর্যন্ত রানির নামে গান গেয়েছিলেন ব্রিটিশরা।  ভিক্টোরিয়া জমানা শেষ হওয়ার পর ফের রাজার শাসন। ফের জাতীয় সঙ্গীত বদল। রাজার নামে গাওয়া শুরু।

১৯৫২ সালে সিংহাসনে বসেন দ্বিতীয় এলিজাবেথ। ফের শুরু হয় গড সেভ দ্য কুইন গাওয়া। ২০২২ সালের ৯ আগস্ট আবার বদলে গেল সেই গান।