গালওয়ানে ভারতের কাছে নাস্তাবাবুদ চিন: ফাঁস করল অস্ট্রেলিয়া

গালওয়ান (Galwan) সংঘর্ষে চিন সেনার ঠিক কতোজন মৃত্যু হয়েছিল তা আজও অজানা। তবে অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমের দাবি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছিল চিনের। সত্য গোপন করে শাক…

Galwan

গালওয়ান (Galwan) সংঘর্ষে চিন সেনার ঠিক কতোজন মৃত্যু হয়েছিল তা আজও অজানা। তবে অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমের দাবি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছিল চিনের। সত্য গোপন করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে বেজিং।

চিনের পক্ষ থেকে জানানো হয়েছিল ভারতীয় সেনার বিরুদ্ধে সংঘর্ষে তাদের চারজন জওয়ান নিহত হয়েছেন। সরকারিভাবে এই পরিসংখ্যান দেওয়া হলেও অনেকেই তা মেনে নিতে পারেননি। সংঘর্ষের তীব্রতা আন্দাজ করে শিউরে উঠেছিলেন অনেকে। আন্তর্জাতিক মহলে শুরু হয়েছিল গালওয়ান-তদন্ত।

অস্ট্রেলিয়ার ট্যাবলয়েড কাগজ ‘দ্য ক্ল্যাক্সন’ দাবি করেছে যে গালওয়ানে ৩৮ জন সেনাকে হারিয়েছিল চিন। যার মধ্যে অনেকেই মারা গিয়েছিলেন গালওয়ান নদীর বরফ শীতল জলে ডুবে।

দ্য ক্ল্যাক্সনের পক্ষ থেকে শুরু করা হয়েছিল ‘গালওয়ান ডিকোডেড’ নামের এক প্রোজেক্ট। উপগ্রহ চিত্র, বহু তথ্য বিশ্লেষণ, পর্যালোচনা করার পর তারা সিদ্ধান্তে উপনীত হয়েছে। অস্ট্রেলিয়ার সাংবাদিকদের মতে, বিশ্বের চোখে স্রেফ ধুলো দেওয়ার চেষ্টা করেছে বেজিং।

চিনের সরকারি হিসেবকে তুড়ি মেরে উড়িয়ে অস্ট্রেলিয়ার পত্রিকার দাবি, গালওয়ানে চারজন নন। মৃত্যু হয়েছিল আটত্রিশজন চিনা জওয়ানের। জুনের ১৫-১৬ তারিখে ঘটনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য। নদী সাঁতরে যাওয়ার চেষ্টা করেছিল ড্রাগন সেনা। হিমশীতল জল। জবাব দেয় জওয়ানদের শরীর। ডুবে গিয়েছিলেন অনেকে। ওয়াং নামের এক জওয়ানও জলের ডুবে মারা গিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। চিনের সরকারি তথ্যে ওয়াং-এর মৃত্যুর খবর জানানো হয়েছিল।