Cold: ঠান্ডায় জমে মৃত্যু এক শিশু-সহ চার ‘অনুপ্রবেশকারী’র

হিমাঙ্কের নীচে পারদ। বাইরে বরফের পুরু আস্তরণ। মৃত হল চারজনের৷ যার মধ্যে এক শিশু। প্রাথমিক তদন্তে অনুমান, ঠান্ডায় জমে মৃত্যু হয়েছে প্রত্যেকের। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের…

হিমাঙ্কের নীচে পারদ। বাইরে বরফের পুরু আস্তরণ। মৃত হল চারজনের৷ যার মধ্যে এক শিশু। প্রাথমিক তদন্তে অনুমান, ঠান্ডায় জমে মৃত্যু হয়েছে প্রত্যেকের।

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের (America) সীমানার কাছাকাছি দেহগুলি উদ্ধার করেছে কানাডা প্রশাসন৷ প্রচন্ড ঠান্ডাতেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। বরফের পুরু আস্তরণের মধ্যে চালানো হয়েছিল উদ্ধার কাজ।

   

তাপমাত্রা তখন মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস। মার্কিন সীমানা থেকে ১২ মিটার দূরে এক শিশু-সহ তিনজনের দেহ পাওয়া গিয়েছিল। পরে আরও এক যুবকের দেহ চোখে পড়ে উদ্ধারকারীদের। প্রাথমিক তদন্তের পর রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রচন্ড ঠান্ডা সহ্য করতে না পেরেই হয়েছে মৃত্যু৷

কানাডা-আমেরিকা (Canada-America border) সীমান্তে সম্প্রতি দেখা দিয়েছে অনুপ্রবেশকারীদের আনাগোনা। গ্রেফতারও করেছে পুলিশ। মানব পাচারের সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখনই।

ও-ই দিন সকালে মার্কিনি পুলিশ তাদের এলাকা থেকে গ্রেফতার করেছিল কয়েকজনকে। কানাডা পেরিয়ে তারা সবে প্রবেশ করেছিল আমেরিকায়। ধৃতদের কাছ থেকে মিলেছিল কিছু খেলনা। কিন্তু কোনো শিশু ছিল না সঙ্গে। তখনই সন্দেহ হয় দুই দেশের প্রশাসনের৷ শুরু হয় তদন্ত৷ বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পাওয়া গিয়েছিল প্রথম দেহ।

ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘৪৭ বছর বয়সী এক ব্যক্তি গাড়ি চালিয়ে কানাডা থেকে আমেরিকায় প্রবেশ করেছিল। সে ফ্লোরিডার বাসিন্দা। গাড়ি মধ্যে ছিলেন দুই ভারতীয়। কোনো কাগজপত্র তাদের কাছ থেকে পাওয়া যায়নি।’ তদন্তকারীদের অনুমান, মৃত ব্যক্তিরা ধৃতদের দলের সঙ্গে যুক্ত।