Bangladesh: নিরাপত্তার ৬টি বলয়ে ঘেরা অমর একুশে প্রাঙ্গন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাকার (Bangladesh)  কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে ৬ স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোনওরকম নাশকতার আশঙ্কা নেই। এমনই জানিয়েছেন ঢাকা মহানগর…

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাকার (Bangladesh)  কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে ৬ স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোনওরকম নাশকতার আশঙ্কা নেই। এমনই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মহম্মদ শফিকুল ইসলাম।

রীতি অনুযায়ী একুশের প্রথম (মধ্যরাত পার করে প্রথম মিনিট) বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দল জাতীয় পার্টির তরফে পুষ্পস্তবক অর্পণ করা হবে। চলতি বছর মহান একুশে ফেব্রুয়ারির সত্তর বছর।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি অর্থায়ন বাংলার ১৩৫৮ সালের ৮ ফাল্গুন তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ নিজেদের ভাষা বাংলার অধিকার চেয়ে আন্দোলন করেছিলেন। ১৪৪ ভেঙে সেই আন্দোলন শুরু হতেই পাকিস্তান সরকারের পুলিশ গুলি চালায়। মারা যান রফিক, বরকত, জব্বার ও সালাম সহ কয়েকজন। ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি দেয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলি যথাযথ মর্যাদায় পালন করছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে চত্বরে হবে। অনুষ্ঠানের নিরাপত্তা বজায় রাখতে ততপর বাংলাদেশ সরকার। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন,নিরাপত্তা ব্যবস্থার কোনও ঘটতি থাকবে না।

তিনি বলেন, ‘আমাদের যারা গোয়েন্দা সংস্থায় কাজ করেন, তাঁদের সঙ্গে আমরা আলাদা আলাদাভাবে বসেছি। তাঁরা থ্রেট অ্যাসেসমেন্ট করে আমাদের কাছে পাঠিয়েছেন। কোনও সংস্থা থেকে এখন পর্যন্ত ঝুঁকির কথা পাওয়া যায়নি