TMC: সিন্ডিকেটরাজ নিয়ে প্রকাশ্যে দুই কাউন্সিলরের কাদা ছোঁড়াছুঁড়ি

ফের অস্বস্তিতে তৃণমূল (TMC) শিবির। এবার দক্ষিণ দমদমে দুই তৃণমূল কাউন্সিলরের এলাকা দখলের লড়াইয়ের ঘটনা ঘটল। দমদমের এমসি গার্ডেন রোডে গণ্ডগোল, ধাক্কাধাক্কি দেওয়ার অভিযোগ উঠেছে।…

ফের অস্বস্তিতে তৃণমূল (TMC) শিবির। এবার দক্ষিণ দমদমে দুই তৃণমূল কাউন্সিলরের এলাকা দখলের লড়াইয়ের ঘটনা ঘটল। দমদমের এমসি গার্ডেন রোডে গণ্ডগোল, ধাক্কাধাক্কি দেওয়ার অভিযোগ উঠেছে।

দক্ষিণ দমদমের (Dumdum) ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সলির হলেন জয়ন্তী সাহা। তিনি ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সেন শর্মার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন যে, ‘কাজ করতে দেওয়া হচ্ছে না। এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছেন রাজু সেন শর্মা। কাউন্সিলর হওয়ার পর থেকে এলাকায় ঢুকতেই দিচ্ছে না।’ তাঁর আরও অভিযোগ, স্কুলের সমস্যা নিয়ে এলাকায় গেলেই তাঁদের হুমকি দিয়েছেন ওই কাউন্সিলরের গুণ্ডারা।

সেইসঙ্গে দলের কাউন্সিলরের বিরুদ্ধেই এলাকা দখল করে সিন্ডিকেট চালানোর অভিযোগ তুলেছেন জয়ন্তী সাহা। ইতিমধ্যে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সলির জয়ন্তী সাহার অনুগামীরা নাগেরবাজার থানায় রাজু সেন শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে খবর। এদিকে জয়ন্তী সাহার অভিযোগের পাল্টা দিয়ে রাজ্য সেন শর্মা জানিয়েছেন, ‘যা বলার দলকে বলব, কোনও সাহায্য চাইলে সাহায্য করব। ‘ এদিকে দুই হেভিওয়েট তৃণমূল কাউন্সিলরের বিবাদ নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। পুরসভার চেয়ারম্যান ঘটনার বিষয়ে বলেন, ‘কোনও গণ্ডগোল বা কোনও সমস্যা আছে কিনা সেটা কেউ কিছু বলেনি।’