HomeBharatPoliticsরাস্তার ধারে ফেলে রাখা ডজন ডজন ভোটার কার্ড উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

রাস্তার ধারে ফেলে রাখা ডজন ডজন ভোটার কার্ড উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

- Advertisement -

নবদ্বীপ: ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি আবর্জনার মতো ফেলে রাখা—এমন ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপে (Nabadwip)। নবদ্বীপ থানার অন্তর্গত প্রতাপনগর হাসপাতাল রোড এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে মঙ্গলবার সকালে উদ্ধার হয়েছে অসংখ্য ভোটার কার্ড। প্রথমে এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা ওই কার্ডগুলি দেখতে পান। তাঁদের মধ্যে সন্দেহ হলে খবর দেন বাকি প্রতিবেশীদের। পরে বিষয়টি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় তৈরি হয় উত্তেজনা।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ এসে গোটা এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, কার্ডগুলি ইচ্ছাকৃতভাবে এই জায়গায় ফেলে দেওয়া হয়েছে, নাকি কোথাও থেকে এনে ফেলার সময় ভুলবশত পড়ে গেছে—এই দুই সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।

   

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতাপনগর হাসপাতাল রোডের পরিত্যক্ত ওই জায়গা থেকে উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির বেশ কয়েকটি স্থানীয় মানুষজনের। অনেকে দাবি করেছেন, তাঁরা নিজেরাই সাম্প্রতিক কালে ভোটার কার্ডের রি-ইস্যুর জন্য আবেদন করেছিলেন। তার মধ্যে কিছু কার্ড এই অবস্থায় রাস্তায় পাওয়া যাওয়ায় তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের প্রশ্ন—যদি এমন গুরুত্বপূর্ণ পরিচয়পত্র এভাবে রাস্তায় ফেলে রাখা হয়, তাহলে তাদের ব্যক্তিগত তথ্য কতটা সুরক্ষিত? স্থানীয় এক বাসিন্দা জানান, “সকালে হাঁটতে বেরিয়ে দেখি এক কোণে বেশ কয়েকটি প্লাস্টিকের ব্যাগ ছিঁড়ে আছে। কাছে যেতেই দেখি ভেতর থেকে ভোটার কার্ড ছড়িয়ে আছে। প্রথমে তো চোখই বিশ্বাস হচ্ছিল না। কার্ডগুলির নাম ঠিকানা সব স্পষ্ট দেখা যাচ্ছিল।” স্থানীয়রা কারও কারও নাম চিনতে পেরেছেন বলেও জানিয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচন প্রক্রিয়ার নিরাপত্তা এবং নথিপত্র রক্ষণাবেক্ষণের মান নিয়ে। কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন যে, হয়তো কোনও অসাধু চক্র ভোটার কার্ড সংগ্রহ করে ফেলে দিয়েছিল, আবার অনেকে মনে করছেন এটি হয়তো পরোক্ষভাবে প্রশাসনিক গাফিলতি। যদিও পুলিশ এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না।

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular