বজবজে উদ্ধার ২০ হাজার কেজি বাজি! বিস্ফোরণের ঘটনায় ধৃত ৩৪

এগরার বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণের পর রবিবার রাতে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বজবজ । রাতেই ১০ বছরের মেয়ে সহ ২ জনের মৃত্যুর…

Budge-Budge1

এগরার বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণের পর রবিবার রাতে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বজবজ । রাতেই ১০ বছরের মেয়ে সহ ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছিল। সোমবার সকালেই পুলিশি অভিযান চালানো হয় বেআইনি বাজি কারখানায়।

সেখানেই উদ্ধার হয়েছে ২০ হাজার কেজির বাজি। ঘটনায় ইতিমধ্যেই ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ।

ওই কারখানাটি নয়, মহেশতলা, নুঙ্গি এবং বজবজের একাধিক বন্ধ বাজি কারখানার তালা ভেঙে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। তাতেই উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ বাজি। আজ সোমবার ধৃত ৩৪ জনকে আলিপুর আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, রবিবার রাতের ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছিল জয়শ্রী ঘাঁটি (৬৫) এবং পম্পা ঘাঁটি (১০) নামে দুজনের। তাদের আহত অবস্থায় উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

দক্ষিণ ২৪ পরগনার ডিএফ টিকে দত্ত বলেন, ‘এটা আগুন। বিস্ফোরণ নয়। কোনও কারণে ঘরে আগুন লেগে যায়। বাজির কারখানা বোঝা যায়নি। কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা যাবে। বিস্ফোরণের কোনও ঘটনা নেই। আগুনের কারণে টিন ভেঙে পড়ায় দুজন আটকে পড়েছিলেন ভিতরে।’ স্থানীয়রা দাবি করেন, এই বাড়িটিতে বাজি তৈরি হত। তুবড়ি বানানোর কাজ হত।

স্থানীয়দের একাংশের দাবি, বিস্ফোরণের শব্দও তাঁরা শুনতে পেয়েছেন। তবে পুলিশ বারবারই তা অস্বীকার করে। ঘটনাস্থলে উপস্থিতদের প্রশ্ন করতে শোনা যায়, তাঁরা বারুদের গন্ধ পাচ্ছেন। পুলিশকর্মী উত্তরে বলেন, তিনি কোনও গন্ধ পাচ্ছেন না। বেআইনি বাজি রুখতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ বলেই মনে করছে বিরোধীরা।