Heavy rainfall: পুজোর মুখে লাগাতার অসুর বৃষ্টি

উৎসবের মুখে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে পণ্ড হওয়ার মুখে উৎসবের আনন্দ তা সাফ পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী…

উৎসবের মুখে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে পণ্ড হওয়ার মুখে উৎসবের আনন্দ তা সাফ পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দিনে দফায় দফায় ভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

হাওয়া মোরগ জানাচ্ছে, আগামী মঙ্গলবার নাগাদ ঘনীভূত হওয়া ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। আর তারই জেরে বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনকি উপকূলের জেলাগুলিতে বৃষ্টির রেশ থাকবে বেশি বলে খবর। ভারী বৃষ্টি নামতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। মৎস্যজীবীদের জন্য ফের একবার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বাদ যাবে না শহর কলকাতাও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে জাতীয় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াসে স্থির হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ।

২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের থানে শহরে ১২২.১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং জেলায় বৃষ্টিজনিত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।