আবাস নিয়ে বিবাদ! হাওড়ায় নিহত তৃণমূল কর্মী

আবাস নিয়ে বিবাদ! হাওড়ায় (Hawrah) নিহত তৃণমূল কর্মী(TMC worker)।মৃত ব্যক্তি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যর স্বামী। তাকে কুপিয়ে খুনের (murder)অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনা উলুবেড়িয়া বিশ্বেশ্বরপুরে। অভিযোগের…

tmc

আবাস নিয়ে বিবাদ! হাওড়ায় (Hawrah) নিহত তৃণমূল কর্মী(TMC worker)।মৃত ব্যক্তি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যর স্বামী। তাকে কুপিয়ে খুনের (murder)অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনা উলুবেড়িয়া বিশ্বেশ্বরপুরে। অভিযোগের তির খুড়ততো ভাই ও তাঁর দলবলের বিরুদ্ধে। মৃত ওই ব্যক্তি এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত । এখানেই আবার আবাসে দুর্নীতির অভিযোগ ওঠে। মৃতের ঘাড়েই যাবতীয় দোষ চাপায় তাঁরই খুড়তুতো ভাই। তাঁর বিরুদ্ধেই উঠছে দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ।
মৃতের নাম সমীরণ পণ্ডিত। খুড়তুতো ভাই বিকাশ পণ্ডিতের বিরুদ্ধে উঠেছে খুনের অভিযোগ। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মৃতের স্ত্রী রানুবালা মণ্ডল স্থানীয় পঞ্চায়েতে তৃণমূলের সদস্য ছিলেন বলে খবর। এলাকা সূত্রে জানা যায়, আবাস (Abas) তালিকা থেকে নাম বাদ যেতেই বিকাশের সন্দেহ গিয়ে পড়ে দাদার উপর। নাম বাদ যাওয়ার পিছনে সমীরণের হাত রয়েছে বলে ভাবতে থাকেন। তা নিয়ে বচসাও হয় বলে খবর। এরইমধ্যে এ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, রাস্তা থেকে তাঁকে টেনে নিয়ে গিয়ে ছুরি-ভোজালি দিয়ে কুপিয়ে খুন করে ভাই বিকাশ। সমীরণের স্ত্রী বলছেন, “আবাস যোজনার ঘরের নাম বেরিয়েছিল। বিকাশের নাম বাদ যেতেই ও দাদাকে সন্দেহ করতে থাকে। তারপরই এই খুন। বর্তমানে আমার স্বামী কোনও মিছিলে যেত না, পার্টিতে যেত না। তাও ওকে চলে যেতে হল। যাঁরা এই কাজ করেছে আমি তাদের ফাঁসি চাই। সমীরনের ছোট ছেলে সেও দোষীদের ফাঁসির দাবি করেন।

Advertisements

 

Advertisements