কেষ্টদা আর কি ফিরবে? বীরভূমের তৃণমূল নেতারা চিন্তিত

আইনি জটিলতা কেটেছে। গোরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে তৈরি ইডি। তাকে আসানসোল জেল থেকে বের করে কলকাতা…

আইনি জটিলতা কেটেছে। গোরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে তৈরি ইডি। তাকে আসানসোল জেল থেকে বের করে কলকাতা আনা হবে। তারপর বিশেষ উদ্যোগে  অনুব্রতকে নিয়ে দিল্লি যাবে ইডি।  অনেকেই বলছেন আর কি কেষ্ট দা ফিরবেন জেলায়? ওকে না তিহার জেলে ঢুকিয়ে দেয়।

জানা গেছে অনুব্রতকে কলকাতায় এনে চিকিৎসকরা পরীক্ষা করবেন। তারা ফিট সার্টিফিকেট দিলেই অনুব্রতকে দিল্লি নিয়ে যাবে ইডি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

পঞ্চায়েত ভোটের আগেই রাজ্য ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য অনুব্রত মণ্ডল। তিনি আগেই অনুব্রতর পাশে দাঁড়িয়েছেন। আর মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন অনুব্রত বীরভূমের বাঘ।

গোরু পাচার মামলার তদন্তে বিপুল কালো টাকার লেনদেন অভিযুক্ত অনুব্রত মণ্ডল। বিএসএফের কয়েকজন অফিসারের মদতে বাংলাদেশে গোরু পাচার হতো বলে অভিযোগ। তদন্তে নেমে ইডি অনুব্রতকে আরও ম্যারাথন জেরা করতে চায় ইডি। এই মামলায় আগেই দিল্লিতে জেরার পর তিহার জেলে বন্দি আছে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন।