Titagarh: টিটাগড়়ে স্কুলে বোমাবাজি, চার জনকে আটক করল পুলিশ

চলছিল দ্বিতীয় পিরিয়ডের ক্লাস। সেই সময়েই সিঁড়ি ঘরে হঠাৎ বোমাবাজি৷ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে৷ টিটাগড়ের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ কারণ খুঁজতে…

চলছিল দ্বিতীয় পিরিয়ডের ক্লাস। সেই সময়েই সিঁড়ি ঘরে হঠাৎ বোমাবাজি৷ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে৷ টিটাগড়ের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ কারণ খুঁজতে ঘটনাস্থলে উপস্থিত হয় টিটাগড়(Titagarh) থানার পুলিশ৷ শনিবারের বোমাবাজির ঘটনায় রবিবার চার জনকে আটক করল পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, আটক হওয়া ওই চার যুবকের নাম মহম্মদ আয়রন, শেখ বাবলু, মহম্মদ সাদিক এবং রোহন। আটক যুবকদের প্রত্যেকেরই বয়স ১৮-১৯ বছরের আশপাশে। চার জনেই ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গতকাল রাতেই একজনকে আটক করা হয়েছিল৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকি তিন জনের খোঁজ মেলে৷

চার জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে বিস্ফোরণ? এর পিছনে উদ্দেশ্য কী ছিল? কেন স্কুল চলাকালীন বোমা ফাটানো হল? খোঁজ শুরু করেছে পুলিশ৷

গতকাল ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অর্জুন সিং বলেন, খুব অন্যায়পূর্ণ কাজ হয়েছে। প্রশাসন সকাল থেকে অত্যন্ত সক্রিয় রয়েছে। আমাদের আশা রয়েছে তাঁরা অতি শীঘ্রই দোষীদের গ্রেফতার করা হবে। আমার ধারণা, কোনও কাউকে ভয় দেখানোর জন্য, স্কুলকে ভয় দেখানোর জন্য এটা করা হয়েছে। বাচ্ছারা এখানে পড়াশুনা করে। এটা অদ্ভুত ঘটনা। এটা আমাদের এলাকায় কোনদিন হয়নি।

রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, পুরো বাংলাটা সন্ত্রাসের আঁতুড়ঘর হয়ে গেছে। বাড়িতে বাড়িতে এখন শিল্প নেই একটাই শিল্প তৈরি হয়েছে। বোমা শিল্প। এরা ছোট বাচ্ছাদের ছাড়ছে না। সেদিন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বল;এছে মাথায় গুলি করতাম, সেকারণেই এই ঘটনা ঘটছে। একইসঙ্গে সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছে বিজেপি সাংসদ।