শুধু একডালিয়া আর সিংহীপার্ক নয়, দক্ষিণ কলকাতার এই সাতটি পুজো আপনাকে মুগ্ধ করবে

প্যান্ডেল হপিংয়ে গড়িয়াহাট থেকে রাসবিহারী

অঘোরীদের অদ্ভুত জগতের দরজা খুলে দিচ্ছে এই মণ্ডপ 

ত্রিধারা সম্মিলনী - ‘চলো ফিরি’ থিমে অঘোরীদের ডেরায়

উত্তর কেরলের আদিনৃত্য ‘থাইয়ম’কে তুলে ধরা হয়েছে এখানে

৬৬ পল্লী – দক্ষিণ ভারতের ছোঁয়া

৮০ বছর পূর্ণ করেছে সমাজসেবী সংঘের পুজো। এবারের থিম ‘পথের পাঁচালী’, যা বাংলার ইতিহাস এবং ঐতিহ্যের গল্প বলছে

সমাজসেবী সংঘ – ‘পথের পাঁচালী’

৭৫তম বর্ষে ‘প্রথা’ থিম নিয়ে হাজির বালিগঞ্জ কালচারাল। পুরনো বাড়ির আভাস, সাবেকিয়ানার রূপে দেবী দেখতে পাবেন

বালিগঞ্জ কালচারাল – ‘প্রথা’ থিমে সময়ের যাত্রা

 রাজস্থান ও বাংলার মিনেকারি আলপনা, নবরাত্রির আবহ। রাঢ় বঙ্গের আদিবাসী সংস্কৃতি ফুটে উঠেছে এখানে।

হিন্দুস্থান পার্ক – ‘চেতনায় রঙিন আলপনা’