Ahmad Al Hbeab: কলকাতায় হাবিবি পা রাখতেই নাইজেরীয় স্ট্রাইকারকে নিয়ে জল্পনা তুঙ্গে

বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরে পা রেখেছে মহামেডান স্পোটিং ক্লাবের ফুটবলার আল হাবিবি (Ahmad Al Hbeab)। বিমানবন্দরে হাবিবিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার তথা মহামেডান…

Ahmad Al Hbeab

বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরে পা রেখেছে মহামেডান স্পোটিং ক্লাবের ফুটবলার আল হাবিবি (Ahmad Al Hbeab)। বিমানবন্দরে হাবিবিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার তথা মহামেডান ফুটবল টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস সহ ক্লাবের অন্যান্য কর্মাকর্তারা। হাবিবির সঙ্গে তার ছোট্ট মেয়েও তিলোত্তমা কলকাতার মাটিতে পা রেখেছে।

অন্যদিকে, মহামেডানের স্ট্রাইকার আবিওলা আদেদেজি দাউদার কলকাতায় আসা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সাদা কালো ব্রিগেডের সমর্থকদের মনে নাইজেরীয় এই স্ট্রাইকারকে ঘিরে প্রত্যাশা পারদ এখন থেকেই চরমে। ২০২২-২৩ ফুটবল মরসুমের জন্য মহামেডান এসসি ৩৪ বছরের আবিওলা দাউদার সঙ্গে চুক্তি করেছে।

   

ইতিমধ্যে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ভারতীয় ফুটবলের ওপর নির্বাসন আরোপ করেছে। যদিও এই নির্বাসন কোনভাবেই ফুটবলার আবিওলা দাউদার মহামেডান ক্লাবে খেলার ইস্যুতে কোন বাধা সৃষ্টি করবে না।কেননা, মহামেডান এসসির সঙ্গে দাউদার চুক্তি আগেই হয়ে গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে হাবিবির কলকাতাতে চলে আসার জন্যে সাদা কালো শিবিরের সমর্থকরা নাইজেরীয় স্ট্রাইকার আবিওলা দাউদার কলকাতায় আসার চূড়ান্ত দিনক্ষণ জানার জন্যে মরিয়া হয়ে উঠেছে।