Travel Story Mondwarika : কলকাতার কাছেই শষ্য-শ্যামলা মনদ্বারিকা

নির্ভেজাল গ্রাম্য বাংলার পরিবেশ, কলকাতা থেকে যা হাতের কাছেই, মাত্র দেড় ঘণ্টায়। কলকাতা থেকে মাত্র ৫৬ কিমি. দূরত্বে হুগলির ছোট্ট গ্রাম দ্বারহাট্টা যা গ্রাম বাংলার…

mondwarika

নির্ভেজাল গ্রাম্য বাংলার পরিবেশ, কলকাতা থেকে যা হাতের কাছেই, মাত্র দেড় ঘণ্টায়। কলকাতা থেকে মাত্র ৫৬ কিমি. দূরত্বে হুগলির ছোট্ট গ্রাম দ্বারহাট্টা যা গ্রাম বাংলার এক অপরূপ নিদর্শন বলা যেতে পারে। চারিদিক অম্লান সবুজে ঘেরা, দূষণ বিহীন বাতাস, পুকুর এবং জলাশয়ে পরিপূর্ণ, নারকেল গাছের সারি, বিস্তৃত ধানক্ষেত আর সবজির বাগানে ভরা এই গ্রাম (mondwarika)।

বাংলার গ্রাম অঞ্চল গুলোকে ঘিরে ইকো ট্যুরিজম এখন গড়ে উঠছে অনেক। এই দ্বারহাট্টাকে ঘিরেও গড়ে উঠেছে মনদ্বারিকা ইকো রিসোর্ট। ভারতের প্রথম টায়ার হাউজ। গাড়ির টায়ার, মাটি,পুরনো বোতল ইত্যাদি দিয়ে তৈরি হয়েছে এই রিসোর্টটি। প্রাকৃতিক ভাবে যাতে ঘরগুলো ঠান্ডা থাকে সেই ভাবে তৈরি করা হয়েছে। এই রিসর্টের চারপাশ খুব সুন্দর, বিস্তৃত জমি, গাছ এবং সবজির বাগানে ঘেরা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

রিসর্ট এর মধ্যে খড় দিয়ে চালা করে রাখা কিছু বসবার জায়গা বানানো হয়েছে।  ঘর, বারান্দা এবং উঠোন আল্পনা দিয়ে সাজানো। ঘরগুলোর ডেকোরেশন থেকে বাংলার ঐতিহ্য স্পষ্টভাবে ফুটে ওঠে। এক কথায় সব মিলিয়ে এই জায়গাটা জানো কোথাও বাঙালিকে তার নিজের মূলে ফিরিয়ে আনে। এখানে এলে এই গ্রামটা ঘুরে নিশ্চয়ই দেখবেন। তার সাথে দেখে নেবেন ১৭২৮ খ্রীঃ সিংহরায় পরিবারের তৈরি রাজরাজেশ্বর মন্দির, এই মন্দিরের গায়ে দেখতে পাবেন টেরাকোটার অপরূপ ভাস্কর্য। তাছাড়া এই গ্রামের খুব কাছেই হল আঁটপুর, এখানেও রয়েছে টেরাকোটার অনেক মন্দির।

mondwarika

বলে রাখা ভালো এই ইকো রিসোর্ট গুলো মেনটেন করে রাখা একটু খরচসাপেক্ষ তাই এখানে ঘরের ভাড়া কিছুটা বেশি হয়। তবে এখানে রাত্রিবাসের সাথে সাথে ডে ট্রিপের ব্যবস্থাও রয়েছে।

খরচ:
এখানে মোট ১০টি ঘর আছে, ঘর ভাড়া ২০০০/- থেকে শুরু। তবে খাওয়া খরচ আলাদা।

ডে ট্রিপের খরচ:
ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলবেলা চা-বিস্কুট সব মিলিয়ে মাথাপিছু ৭০০/-
চাইলে ইভনিং স্ন্যাক্স যোগ করতে পারেন এক্সট্রা ১০০/- দিয়ে।

কিভাবে যাবেন:
নিজস্ব গাড়ি বা বাইক থাকলে গুগল ম্যাপ ফলো করে।
হাওড়া থেকে হরিপাল স্টেশনে নেমে, অটো বা টোটো করে মনদ্বারিকা।
ডানলপ থেকে ২৬ নম্বর বাস ধরে গজার মোড়ে নেমে সেখান থেকে অটো করেও যাওয়া যায়।
বুকিং-এর জন্য : 9051160870