Tavel: গালুডি ঝাড়খন্ডের বিউটি স্পট

স্টেশনের নাম গালুডি, গ্রামের নাম মাহুলিয়া। পাহাড় ও নদী ঘেরা ঝাড়খন্ডের এক বিউটি স্পট। পাশেই ঘাটশিলা। গালুডি বা মাহুলিয়ার প্রকৃতি দু’হাত তুলে আপনাকে ডাকছে। হাইওয়ের…

স্টেশনের নাম গালুডি, গ্রামের নাম মাহুলিয়া। পাহাড় ও নদী ঘেরা ঝাড়খন্ডের এক বিউটি স্পট। পাশেই ঘাটশিলা। গালুডি বা মাহুলিয়ার প্রকৃতি দু’হাত তুলে আপনাকে ডাকছে। হাইওয়ের পাশেই সাপ্তাহিক হাটের মাদকতা অটুট আজও। গ্রামের একপাশে পাহাড়ের সারি। এদের মধ্যে নেকড়েড়ুংরি বিখ্যাত। পায়ে পায়ে কয়েকশ ফুট উঠে গেলে পাখির চোখে যা দেখবেন তাকেই বলে ম্যাজিক ল্যান্ডস্কেপ। গাড়িতে গেলে ২ কিমি দূরে সুবর্নরেখা ড্যাম। ড্যাম ছাড়িয়ে রাস্তা গিয়েছে নারোয়া ড্যাম ও রঙ্কিণী মন্দিরে। প্রকৃতির এক আনন্দনিকেতন।

কীভাবে যাবেন: হাওড়া থেকে সকালে ইস্পাত বা সাঁত্রাগাছি থেকে দুপুরে লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস ধরে গালুডি। ঘাটশিলার পরের স্টেশন।

কোথায় থাকবেন: গালুডি রিসর্ট ( ৯৮৩০৫২৩৫৮৮