৫ মিনিটে ধর্মশালা থেকে ম্যাকলয়েডগঞ্জ! পর্যটনের নতুন রাস্তা খুলল হিমাচল

হিমাচল প্রদেশের ধর্মশালা এবং ম্যাকলয়েডগঞ্জ পৌঁছতে সময় লাগবে মাত্র ৫ মিনিট! অবিশ্বাস্য হলেও পর্যটকদের জন্য এই সুবিধা এনে দিচ্ছে বেসরকারি এক সংস্থা। এখন, পর্যটকরা ৪৫…

হিমাচল প্রদেশের ধর্মশালা এবং ম্যাকলয়েডগঞ্জ পৌঁছতে সময় লাগবে মাত্র ৫ মিনিট! অবিশ্বাস্য হলেও পর্যটকদের জন্য এই সুবিধা এনে দিচ্ছে বেসরকারি এক সংস্থা। এখন, পর্যটকরা ৪৫ মিনিটের রাস্তা মাত্র পাঁচ মিনিটেই যেতে পারবেন। ধর্মশালা থেকে ম্যাকলয়েডগঞ্জ পৌঁছাতে পারবেন দ্রুত।

ধর্মশালা স্কাইওয়ে, দুটি পর্যটন হটস্পটকে সংযুক্ত করার জন্য এই উদ্যোগ নিয়েছে টাটা গ্রুপ। তারা এই দুই জায়গার মধ্যে একটি রোপওয়ে প্রকল্প তৈরি করেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, ১.৮ কিলোমিটার দীর্ঘ ধর্মশালা স্কাইওয়ে ধর্মশালা এবং ম্যাকলয়েডগঞ্জের মধ্যে এতদিন যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল। কিন্তু এতটা রাস্তা পাড়ি দিতে সময় লাগত ৪৫ মিনিট। তাই পর্যটকরা বহুদিন ধরেই কম সময়ে যাওয়া যায় এমন উপায় খুঁজছিলেন। তাঁদের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা। এবার মাত্র ৫ মিনিটের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছনো যাবে। ৪৫ মিনিটের প্রয়োজন হবে না।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Tata Group (@tatacompanies)

এই রোপওয়ে প্রতি ঘণ্টায় এক হাজার যাত্রী বহন করতে পারে। পিক ট্যুরিস্ট সিজনে, ধর্মশালা এবং ম্যাকলয়েডগঞ্জের মধ্যে রাস্তায় যানজট সৃষ্টি হয়। সেটি এড়াতে এখন রোপওয়ে চালু হয়েছে। দুই জায়গার মধ্যে দূরত্ব ৯ কিলোমিটার কমিয়ে দেবে। ভ্রমণের ক্ষেত্রে প্রায় ৪০ শতাংশ সময় বাঁচবে।

<

p style=”text-align: justify;”>হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর ১৯ জানুয়ারি রোপওয়ের উদ্বোধন করেন। এর জন্য খরচ হয়েছে প্রায় ২০৭ কোটি টাকা। তিনি বলেছিলেন যে ধর্মশালা স্কাইওয়েতে দুটি স্টেশন এবং ১০টি টাওয়ার রয়েছে। শেষ স্টেশনটি ম্যাকলয়েডগঞ্জের দালাই লামা মন্দিরের ঠিক সামনে। রোপওয়েতে ভ্রমণের জন্য একজন ব্যক্তির জন্য একমুখী ভ্রমণের খরচ ৩০০ টাকা এবং দ্বিমুখী খরচ ৫০০ টাকা।