Travel: ঐতিহাসিক তোরণ পেরিয়ে ঘুরে আসুন রাজার শহরে

Travel Stoty: খাজুরাহো থেকে ওরছা যেতে সময় লাগে মাত্র ৪ ঘন্টা। দূরত্ব ১৭০ কিলোমিটার। বুন্দেল রাজাদের গৌরবময় ইতিহাতের সাক্ষী হল ওরছা। ১৫৩১ সালে বুন্দেল রাজপুত…

orchha-travel-stoty

Travel Stoty: খাজুরাহো থেকে ওরছা যেতে সময় লাগে মাত্র ৪ ঘন্টা। দূরত্ব ১৭০ কিলোমিটার। বুন্দেল রাজাদের গৌরবময় ইতিহাতের সাক্ষী হল ওরছা। ১৫৩১ সালে বুন্দেল রাজপুত রাজা রুদ্রপ্রতাম সিং ওরছা প্রতিষ্ঠান করেন। কয়েকটি ঐতিহাসিক তোরণ পেরিয়ে ঢুকতে হয় রাজার শহরে। বিভিন্ন সময়ে মুঘলদের সঙ্গে সংঘাত হলেও এখনও অটুট আছে এখানকার মূল আকর্ষণ দুর্গা প্রসাদ। দুর্গা-প্রাদাসের কিছু দূরে বুন্দেলা শৈলীর অভিনবফ্রোস্কো চিত্রমালা অঙ্কিত আছে। এছাড়া আছে জাহাঙ্গীর মহল ও চতুর্ভুজ মন্দির।

কোথায় থাকবেন: মধ্যপ্রদেশের পর্যটনের হোটেল বেতোয়া রিট্রিট (০৭৬৮০-২৫২৬১৮), ওরছা শিশমহল ( ০৭৬৮০-২৫২৬২৪) , হোটেল সানরাইজ (০৯৯৯৩৩৮৯৯৯০)।

   

orchha-travel-stoty

কোথায় খাবেন: ওপেন স্কাই রেস্টুরেন্ট-এর চাইনিজ ও ইন্ডিয়ান ফুড দারুন, শিশ মহল হোটেল এখানে খাওয়ার থেকে এখানে বসে খাওয়ান অনুভূতি এক্কেবারে অন্যরকম, বেতোয়া রিট্রিট-হাইজেনিক ও টেস্টি ফুডের জন্য জনপ্রিয়। এছাড়া এখানকার মিল্ক শেক ও মশলা চা -এর খ্যাতি লোকের মুখে মুখে।

লোকাল ফুড: মাকাই রুটির সঙ্গে বুন্দেল ঘোস্ট, কুন্দে কা ভাট্টা, টাপু, মুরার কা কাবাব, ভুট্টে কি কিজ, মাওয়া-বটি, খোপড়াপাক ও মহুয়া ফুল, দুধ ও মিলটেস দিয়ে তৈরি রাস কি ক্ষীর।