রূপনারায়ণের ধারে কথা সাহিত্যিক শরৎচন্দ্রের বাড়ি থেকে ঘুরে আসুন স্বল্প খরচে

হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম সামতাবেড় । কলকাতা থেকে মাত্র ৬০ কিমি দূরের এই গ্রামটি বর্তমানে একটি ছোটোখাটো পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। কারণ, কথাসাহিত্যিক শরৎচন্দ্র…

Sarat Chandra Chattopadhyay Kuthi

হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম সামতাবেড় । কলকাতা থেকে মাত্র ৬০ কিমি দূরের এই গ্রামটি বর্তমানে একটি ছোটোখাটো পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। কারণ, কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (Sarat Chandra Chattopadhyay) ছোঁয়া আজও রয়েছে বাড়িটির আনাচে কানাচে ।

দীর্ঘ বারো বছর সামতাবেড় গ্রামে জীবন কাটিয়েছেন অনিলা দেবী। লিখেছেন শ্রীকান্ত, পরিণীতা, মহেশ, রামের সুমতি-র মতো কালজয়ী গল্প উপন্যাস। এই গ্রামে শরৎচন্দ্রের বাড়িটিই প্রধান আকর্ষণ। আর বাড়িটিও বেশ খাসা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ব্রহ্মদেশীয় কায়দায় তৈরী দ্বিতল এই বাড়িটীর চারিপাশে বারান্দা। কাঠের সিঁড়ি আর মেঝেতে আছে লাল সাদা দাবার ছকের নকশা । বাড়ির সামনে আছে ময়ূরের খাঁচা।শোনা যায় ময়ূর পুষতেন শরৎ, এছাড়াও পাখিও পুষতেন ।বাড়ির ভেতরে অজস্র গাছ । পিছনে রয়েছে রান্নাঘর ,স্নানঘর , গুদাম। আর আছে তিনটি সমাধি । যার মধ্যে একটি শরতের স্ত্রী হিরন্ময়ী দেবীর । কিছু দিন আগে বাড়িটিকে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংস্কার করানো হয়েছে। বাড়ির ভেতরের বাগানে স্থাপন করা হয়েছে শরতের একটি আবক্ষ মূর্তি ।

বাড়ির ভিতরে অনেকিছু দেখার আছে ।অনেকেই বোধহয় জানেন, শরৎচন্দ্র হোমিওপ্যাথি চিকিৎসা জানতেন। সেই নমুনাও রয়েছে এই বাড়িতে ।নিজস্ব ভাবনায় বানানো অত্যাধুনিক মানের লেখার ডেস্ক আছে যা সেই সময় কল্পনাও করা যেত না ।এছাড়াও তাঁর ব্যবহৃত জাপানি ঘড়ি , হুঁকো , বইপত্র ,চরকা , কেদারা ইত্যাদি রয়েছে। বাড়ী দেখা শেষ হলে যেতে পারেন পাশ দিয়ে বয়ে চলা রূপনারায়ণ নদের ধারে। এখানে উপভোগ করতে পারবেন প্রকৃতির নির্জনতাকে। এক অদ্ভুত ভালোলাগায় ভরে উঠবে মন ।

পথনির্দেশ – হাওড়া স্টেশন থেকে দক্ষিণ-পূর্ব রেলওয়েতে করে দেউলটি স্টেশন । সেখান থেকে অটো বা টোটো করে ১৫ মিনিটেই সামতাবেড় গ্রাম। এছাড়াও হাওড়া স্টেশনের পাশে বাস টার্মিনাস থেকে বিভিন্ন বাসেও দেউলটি যাওয়া যায় ।