Virat Kohli: প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন বিরাট কোহলি

রোববার দুবাইতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার মধ্যে দিয়ে দুরন্ত রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে…

Virat Kohli

রোববার দুবাইতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার মধ্যে দিয়ে দুরন্ত রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১০০ টা টি টোয়েন্টি ম‍্যাচ খেলার নজির গড়লেন।

শুধুমাত্র তাই নয়, এর পাশাপাশি দ্বিতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সব ধরনের ফর্ম‍্যাটে ১০০ টি করে ম‍্যাচ খেলার রেকর্ড গড়লেন কোহলি।এর আগে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রস টেলর এই নজির গড়েছিলেন।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মা।ঋষভ পন্তের বদলে প্রথম একাদশে উইকেট কিপার – ব‍্যাটার হিসেবে সুযোগ দেওয়া হয়েছে দীনেশ কার্তিক’কে ।এছাড়া দলে তেমন কোনও উল্লেখযোগ‍্য বদল নেই।অন‍্যদিকে পাকিস্তানের তরফে এই ম‍্যাচে অভিষেক করলেন নাসিম শাহ।

India (Playing XI) – Rohit Sharma (C), KL Rahul, Virat Kohli, Suryakumar Yadav, Dinesh Karthik (WK), Hardik Pandya, Ravindra Jadeja, Yuzvendra Chahal, Bhuvneshwar Kumar, Avesh Khan, Arshdeep Singh.