ব্রাজিলের তারকাকে ঘরে ফেরাল Odisha FC

দ্বিতীয় বারের জন্য ডিয়েগো মউরিসিও’কে দলে নিলো ওডিশা এফসি (Odisha FC)। গত মরশুম একেবারেই ভালো যায়নি ওডিশা, হাল ফেরাতে তাই দলের পুরনো ফুটবলারের উপর ভরসা…

Diego Mauricio

দ্বিতীয় বারের জন্য ডিয়েগো মউরিসিও’কে দলে নিলো ওডিশা এফসি (Odisha FC)। গত মরশুম একেবারেই ভালো যায়নি ওডিশা, হাল ফেরাতে তাই দলের পুরনো ফুটবলারের উপর ভরসা রাখছে তারা।

জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডো’তে মুম্বই সিটি এফসি’তে যোগ দেন মউরিসিও। তিনটি গোল’ও করেন।এএফসি কাপেও দলের হয়ে গোল করেছিলেন তিনি।

আগের দফায় ওডিশা’র অত‍্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন ডিয়েগো। ২০ টি ম‍্যাচের মধ্যে ১৭ টিতেই খেলেছিলেন। গোল করেছিলেন ১২ টি, গোল করিয়েছিলেন ২ টি।

যেমন গোল করার খিদে, তেমনই শারীরিক শক্তি’তে প্রতিপক্ষ’কে টেক্কা দেওয়া, দুইক্ষেত্রে নজর কেড়েছিলেন ব্রাজিলের এই ফুটবলার।
গত মরশুমের আইএসএলে সপ্তম স্থানে শেষ করেছিল ওডিশা।তার আগের মরশুমে ১১ নম্বর স্থানে।আগামী মরশুমে প্লে অফে স্থান করে নেওয়াটাই এখন টার্গেট তাদের।