SAFF: হিমালয়ের মাটিতে ১১ বঙ্গ কন্যার জয়োল্লাস, প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

এই প্রথম। এই প্রথম একাদশ বাঙালি কন্যা কোনও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক জয় পেল। হিমালয়ের মাটিতে ১১ জন বঙ্গ কন্যার জয়োল্লাস ছবি ছড়িয়েছে। নেপালকে হারিয়ে সাফ…

Bangladesh red women

এই প্রথম। এই প্রথম একাদশ বাঙালি কন্যা কোনও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক জয় পেল। হিমালয়ের মাটিতে ১১ জন বঙ্গ কন্যার জয়োল্লাস ছবি ছড়িয়েছে। নেপালকে হারিয়ে সাফ (SAFF) নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল (Bangladesh) বাংলাদেশ।

কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালায় বাংলার বাঘিনিদের চিৎকার। তাদের কাছে পরাজিত আয়োজক দেশ নেপাল। ৩-১ গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশের সাবিনা-কৃষ্ণারা।

সোমবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শেষে হয় তৃতীয় গোল। বাংলাদেশের শামসুন্নাহার জুনিয়র একটি ও কৃষ্ণা রানী সরকার দুটি করে গোল করেন। ৭০ মিনিটে নেপাল একটি গোল করে। গোল করেন অনিতা বাসনেত।

সাফ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেনেটের আগের পাঁচবার চ্যাম্পিয়ন ছিল ভারত। এবার ভারত বাদ যায় সেমিফাইনালে। আর ফাইনালে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। দুটি দলের সামনেই সাফ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস লেখার হাতছানি ছিল। সেই ইতিহাস লিখেছে বাংলাদেশের সাবিনা-কৃষ্ণারা।