কলকাতা লিগ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল IFA, বাড়ছে ম্যাচের সংখ্যা

গত কয়েকদিন আগেই ভারতীয় ফুটবলের উন্নয়নের স্বার্থে বিশেষ পরিকল্পনা গ্ৰহনের কথা শোনা গিয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে (IFA)। সেই অনুসারে আগত ফুটবল মরশুম গুলিতে বিদেশিদের…

Calcutta Football League: IFA is sending a letter to Mohun Bagan

গত কয়েকদিন আগেই ভারতীয় ফুটবলের উন্নয়নের স্বার্থে বিশেষ পরিকল্পনা গ্ৰহনের কথা শোনা গিয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে (IFA)। সেই অনুসারে আগত ফুটবল মরশুম গুলিতে বিদেশিদের দাপট কমতে চলেছে রাজ্যের পাশাপাশি জেলার ফুটবল লিগে। কারন এবার থেকে সেখানে বিদেশি ফুটবলারদের বাদ দিয়েই টুর্নামেন্টে দল নামানোর কথা জানানো হয় দেশের এই ফুটবল সংস্থার তরফে।

যারফলে, আসন্ন মরশুম থেকে নিজেদের মেলে ধরার একাধিক সুযোগ পাবে দেশের উদীয়মান ফুটবলাররা। এই প্রসঙ্গে গত মাসে ইস্টবেঙ্গলের বার পুজোয় এসে মুখ খুলেছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। গোটা বিষয়টি বিস্তারিত ভাবে তুলে ধরেছিলেন সাংবাদিকদের সামনে। তার ঠিক কিছুদিন পরেই লিখিতভাবে জানানো হয় সমস্ত কিছু। তবে এক্ষেত্রে স্পনসরশিপ থেকে শুরু করে সম্প্রচার মাধ্যম গুলির থেকে সবুজ সংকেত পাওয়া নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা।

   

এই ইস্যু নিয়ে পরবর্তী সময়ে বিশেষ বৈঠকে বসেন আইএফএ ও এআইএফএফ কর্তারা। বৈঠকের শেষে জানিয়ে দেওয়া হয় আসন্ন রাজ্য ও জেলা গুলিতে কোনোরকম বিদেশি ফুটবলারদের খেলার অনুমতি প্রদান করা হবে না। তাই এক্ষেত্রে স্কাউটিংয়ের মাধ্যমে দলের জন্য খেলোয়াড় বাছাইয়ের কাজ করতে হবে অংশগ্রহণকারী প্রত্যেক দলকে। সেইমতো আসন্ন কলকাতা লিগের আগে নিজেদের দল গোছানোর কাজ শুরু করে প্রত্যেকটি ক্লাব। কিন্তু বিদেশি ফুটবলার সংক্রান্ত বিষয় ছাড়াও প্রিমিয়ার ডিভিশনের কাঠামো নিয়ে ও দেখা দেয় সমস্যা।

সেই নিয়ে আজ বিশেষ বৈঠক করেন আইএফএ কর্তারা। বলাবাহুল্য, গত কয়েকদিন আগে দুই ডিভিশন কে এক ছাতার তলায় এনে টুর্নামেন্ট আয়োজনের কথা শোনা গিয়েছিল আইএফএ সচিব অনির্বান দত্তের তরফে। অবশেষে তাতেই শীলমোহর পড়ল এবার। আজ আইএফএ’র তরফে জানিয়ে দেওয়া হয়, আসন্ন কলকাতা লিগের ক্ষেত্রে “প্রিমিয়ার এ” ও “প্রিমিয়ার বি” কে এক ছাতার তলায় এনে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা লিগ। যারফলে, আসন্ন এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে মোট ২৬ টি দল। অর্থাৎ ২৫ টি করে ম্যাচ খেলতে হবে প্রত্যেক দলকে।