নিষেধাজ্ঞার কবলে ডেভিড টিমোর, পদক্ষেপ এফসি গোয়ার

david timor

আগের মরসুমে কলিঙ্গ সুপার কাপ জয়ের মধ্য দিয়েই সিজন শেষ করেছিল এফসি গোয়া (FC Goa)। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। এই সর্বভারতীয় খেতাব জয়ের সুবাদেই এবার এএফসির টুর্নামেন্টে অংশ নেওয়ার ছাড়পত্র পায় গোয়া শিবির। সেখানে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য নিয়ে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল এই ফুটবল ক্লাব। পাশাপাশি সুপার কাপের নয়া সিজনে ও নিজেদের ছন্দ বজায় রাখার লক্ষ্য বোরহা হেরেরাদের। তবে দাপিয়ে ফুটবল খেলেও এএফসিতে এখনও জয়ের মুখ দেখেনি গোয়া।

Advertisements

টানা চারটি ম্যাচে পরাজিত হওয়ার দরুন এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের গ্ৰুপ পর্বের একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে গোয়া। গত কয়েকদিন আগেই দ্বিতীয় লেগের ম্যাচে আল নাসেরের বিপক্ষে খেলতে নেমেছিল সন্দেশ ঝিঙ্গানরা। সম্পূর্ণ সময়ের শেষে বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হলেও খেলোয়াড়দের লড়াকু পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছিল সকলের। আগামী ২৪শে ডিসেম্বর গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ইস্তিকালোলের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামবে মানোলো মার্কুয়েজের ছেলেরা। এখন সেদিকেই নজর রয়েছে সকলের।‌

   

তবে এক্ষেত্রে বিদেশি ফুটবলার ডেভিড টিমোরকে নামানো নিয়ে দেখা দিয়েছে ব্যাপক সমস্যা। আসলে গত মাসের শুরুতে নিজেদের দেশের বুকেই আল নাসেরের বিপক্ষে প্রথম ম্যাচে নেমেছিল জাভিয়ের সিভেরিও টোরোরা। সেই ম্যাচেই শাস্তির মুখে পড়তে হয়েছিল ডেভিডকে। যারফলে টানা পাঁচ ম্যাচ নির্বাসনের শাস্তি রয়েছে এই তারকা ফুটবলারের। এক্ষেত্রে চলতি এএফসির টুর্নামেন্টে আর মাঠে নামতে পারবেন না ডেভিড টিমোর। সেই দিকে নজর রেখেই এবার সেই শাস্তি মকুবের জন্য আপিল করতে চলেছে গোয়া ম্যানেজমেন্ট।

Advertisements

অন্যদিকে, গতবারের মতো এবারও সুপার কাপ জয় করে এএফসির টুর্নামেন্টে নিজেদের ধরে রাখার লক্ষ্য থাকবে মানোলোর ছেলেদের।