HomeSports NewsFootballসেমিতে সহজ জয় চান অস্কার, আক্রমণভাগে বাড়তি নজর

সেমিতে সহজ জয় চান অস্কার, আক্রমণভাগে বাড়তি নজর

- Advertisement -

গত কয়েকদিন আগেই গোয়ায় এসে পৌঁছেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। আগামী ৪ ডিসেম্বর সুপার কাপের হাইভোল্টেজ সেমিফাইনালে নামবে ময়দানের এই প্রধান। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে সকলের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হাতে রয়েছে মাত্র আর একটা দিন। তারপরেই এই গুরুত্বপূর্ণ ম্যাচ। সেক্ষেত্রে দলকে শেষ মুহূর্তের অনুশীলনের মধ্য দিয়ে দেখে নিচ্ছেন কোচ। কলকাতার পর গোয়ার এই অনুশীলনে ও ব্যাপকভাবে নজর কাড়েন হিরোশি ইবুসুকি থেকে শুরু করে হামিদ আহদাদরা।

উল্লেখ্য, এবারের এই মরসুমের শুরু থেকে যথেষ্ট দৃষ্টিনন্দন ফুটবল খেলে এসেছে ইস্টবেঙ্গল। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ হোক কিংবা আইএফএ শিল্ড। প্রত্যেক ক্ষেত্রেই যথেষ্ট ইতিবাচক পারফরম্যান্স ছিল ময়দানের এই প্রধানের। তবে শেষ মুহূর্তে এসে ধাক্কা খেতে হচ্ছিল বারংবার। এবারের ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বের পর কোয়ার্টার ফাইনাল ম্যাচে ও যথেষ্ট দাপটের সাথেই খেলতে দেখা গিয়েছিল নাওরেম মহেশ সিংদের। কিন্তু ছন্দপতন হয়েছিল টুর্নামেন্টের সেমিফাইনালে। শেষ মুহূর্তের অসাবধানতা কাজে লাগিয়েই গোল করে গিয়েছিল ডায়মন্ড হারবার এফসি।

   

অপরদিকে আইএফএ শিল্ডের ফাইনালে দল উঠলেও একের পর এক সহজ সুযোগ নষ্ট করেছিল দলের আক্রমণভাগের ফুটবলাররা। পরবর্তীতে টাইব্রেকারের মধ্যে দিয়ে ম‌্যাচের নিষ্পত্তি ঘটলেও সেখানেই সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছিল জয় গুপ্তাকে। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। সেই সমস্ত কিছু মাথায় রেখেই এবার দলকে তৈরি করেছেন এই স্প্যানিশ কোচ। এক্ষেত্রে গোটা সময় জুড়ে প্রভাবশালী ফুটবল খেলাই অন্যতম লক্ষ্য সকলের। পাশাপাশি সঠিক সময় গোল তুলে নিয়ে জয় সুনিশ্চিত করার দিকে ও জোড় দিচ্ছেন অস্কার।

সেজন্য, হামিদ আহদাদ থেকে শুরু করে জাপানি তারকা হিরোশি ইবুসুকির মতো খেলোয়াড়দের উপর ব্যাপক প্রত্যাশা থাকবে তাঁর। আসলে পাঞ্জাবের বিপক্ষে জয় ছিনিয়ে নেওয়া যে একেবারেই সহজ হবে না সেটা ভালো মতোই আন্দাজ করছেন এই বিদেশি কোচ।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular